সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের মানুষটা সামান্য হাঁচলে বা কাশলেই আতঙ্কে শিউরে উঠতে হচ্ছে। মনে প্রশ্ন জাগছে, এই কাশি করোনার উপসর্গ নয়তো? একে-অপরকে প্রতি মুহূর্তে ভয় করে চলছেন প্রত্যেকে। আর সেই ভয়ের মাত্রা সীমা ছাড়াল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার দয়ানগর গ্রামে। লুডো খেলতে বসে কাশি হওয়ায় গুলিবিদ্ধ হলেন এক যুবক।
করোনা মোকাবিলায় দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন। তারই মধ্যে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যেই দেশে ১১ হাজারেরও বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এমন পরিস্থিতিতে করোনার কামড় নিয়ে স্বাভাবিকভাবেই জনসাধারণের উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ছে। আর এই ভয় ও দুশ্চিন্তাতেই মর্মান্তিক কাণ্ড ঘটল যোগীর রাজ্যের গ্রামে। গুলিবিদ্ধ হলেন ২৫ বছরের প্রশান্ত সিং নামের এক যুবক। বুধবার পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। গ্রামের এক মন্দিরে বসে চারজন লুডো খেলছিলেন। অভিযোগ, প্রশান্ত সামান্য কাশতেই তেলে বেগুনে জ্বলে ওঠে জয়বীর সিং। ওরফে গুল্লু। সোজা গুলি চালিয়ে দেয় প্রশান্তকে তাক করে। গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ঘটনার পর থেকেই পলাতক গুল্লু। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এদিন পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মন্দিরে বসে লুডো খেলার সময়ই গুল্লু সেখানে হাজির হয়। এরপর কোনও একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখনই প্রশান্তর কাশি হয়। মেজাজ হারায় গুল্লু। তার মনে হয়, ইচ্ছাকৃতভাবে কাশছেন প্রশান্ত। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রশান্তর উপর গুলি চালায় সে। ইতিমধ্যেই গুল্লুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত প্রশান্তর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
সর্দি-কাশি জ্বর কিংবা শ্বাসকষ্ট করোনার লক্ষণ ঠিকই। কিন্তু কাশি মানেই যে তিনি করোনায় আক্রান্ত, এমনটা তো নয়। তাই মেজাজ হারিয়ে অভিযুক্তের গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করছেন স্থানীয়রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.