সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যেমন একের পর এক দূরপাল্লার এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাচ্ছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। তেমনই শত্রুপক্ষের ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলায় জল ঢালতেও তৈরি ভারত। এর জন্য তৈরি একাধিক ইন্টারসেপ্টর বা নিষ্ক্রিয়কারী ব্যালেস্টিক মিসাইল। শনিবার ওড়িশা উপকূলে তেমনই এক ব্যালেস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের সফল উৎক্ষেপণ করল নৌসেনা এবং ডিআরডিও।
এক বিবৃতিতে ডিআরডিও জানিয়েছে, প্রতিপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিষ্ক্রিয় করতে, আজ সফলভাবে ব্যালেস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের উৎক্ষেপণ করা হয়েছে। সফল উৎক্ষেপণের পরেই নৌসেনা এবং ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ডিআরডিও প্রধান সমীর ভি কামাত জানান, অভিননন্দন জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “ভারত ক্রমশ আধুনিক যুদ্ধ প্রকৌশলে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। এদিনের সফল উৎক্ষেপণ তারই এক মাইল ফলক।”
প্রসঙ্গত, গত মার্চ মাসে দেশীয় প্রযুক্তিতে তৈরি অতি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। বিমান বিধ্বংসী ওই ক্ষেণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল ওড়িশার (Odisha) চাঁদিপুর পরীক্ষাকেন্দ্রে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্রটি নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.