পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটিতে হামলা ভারতের। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে। অপারেশন সিঁদুরের প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে।
সন্ধ্যা ৬.৪৫: ভারতকে পালটা মার দিতে ফুঁসছে পাকিস্তান। আগামী ৪৮ ঘণ্টার জন্য আকাশপথ সম্পূর্ণ বন্ধ করল পাকিস্তান। পহেলগাঁও হামলায় দিল্লি কড়া প্রতিক্রিয়া জানাতেই ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করেছিল পাক সরকার। এবার অপারেশন সিঁদুরের পর সব রকমের উড়ান বন্ধ করার সিদ্ধান্ত নিল ইসলামাবাদ।
দুপুর ৪.৩০: অপারেশন সিঁদুরের পরই আজ ওয়ার্কিং কমিটির বৈঠকে বসে কংগ্রেস। আলোচনা শেষে হাত শিবির জানিয়েছে, প্রতি পদক্ষেপে সরকার ও সেনা পূর্ণ সমর্থন করবে কংগ্রেস।
দুপুর ২.৩০: ভারতের অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছে ২৬ জনের। স্বীকার করে নিয়ে পালটা মারের হুঁশিয়ারি দিল পাকিস্তান।
দুপুর ১.৩০: কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদি। আগামীকাল বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি।
দুপুর ১.১৫: অপারেশন সিঁদুরের পরই তৎপরতা দিল্লির, মমতা-সহ সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর ২টো থেকে শুরু হবে আলোচনা।
দুপুর ১২.৪৮: অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনাকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কোনও বহিরাগত শক্তি আমাদের ভারতকে বিভক্ত করতে পারবে না। এই প্রচেষ্টাকে যেভাবে প্রতিহত করা হয়েছে তা ভারতের ঐক্যকে পুনর্ব্যক্ত করে। আমি আমাদের সেনা বাহিনীকে অতুলনীয় সাহসিকতা এবং বীরত্বের জন্য স্যালুট জানাই।যারা নির্ভুলভাবে, সংযত হয়ে এবং শৃঙ্খলার সঙ্গে আক্রমণ করেছে!’
Thank you @adgpi for this powerful image that reaffirms India’s unity in the face of external attempts to divide us. I salute our armed forces for their unmatched bravery and extraordinary valour for striking with precision, restraint and discipline!
INDIA neutralised terror… pic.twitter.com/4LsfRHpKSD
— Abhishek Banerjee (@abhishekaitc) May 7, 2025
দুপুর ১২.৪৫: ‘পারফেক্ট স্ট্রাইক’। অপারেশন সিঁদুর নিয়ে ক্যাবিনেটে ভারতীয় সেনার সাফল্যের জয়গান গাইলেন প্রধানমন্ত্রী মোদি।
দুপুর ১২.৩০: জঙ্গিঘাঁটিতে হামলায় বুক ফাটছে পাকিস্তানের। এবার অপারেশন সিঁদুরের প্রতিবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে জরুরী তলব করল ইসলামাবাদ।
দুপুর ১২টা: রাশিয়ার পর এবার ইউরোপ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, নরওয়েতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অপারেশন সিঁদুরের আবহে এই সফর আপাতত বাতিল করা হয়েছে বলেই খবর।
বেলা ১১.৪৫: অপারেশন সিঁদুরে কাঁপছে পাকিস্তান। সূত্রের খবর জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পুরো পরিবারের নাকি এই আক্রমণে মৃত্যু ঘটেছে।
বেলা ১১.২০: পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন ‘বন্ধু’ ইজরায়েলের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব রকমভাবে ইহুদি দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ইহুদি দেশটি। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বললেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে ইজরায়েল সম্পূর্ণভাবে সমর্থন করে। সন্ত্রাসীদের জেনে রাখা উচিত যে নিরীহদের উপর হামলা চালিয়ে লুকিয়ে থাকা যায় না।
Israel supports India’s right for self defense. Terrorists should know there’s no place to hide from their heinous crimes against the innocent. #OperationSindoor
— 🇮🇱 Reuven Azar (@ReuvenAzar) May 7, 2025
সকাল ১০.৫০: কাশ্মীরের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করেছে জঙ্গিরা। উপত্যকার বিকাশ রুখে সন্ত্রাসের বীজ পুঁততে চেয়েছিল তারা। অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক সম্মেলনে বললেন বিদেশ সচিব মিসরি।
সকাল ১০.৪০: ২৬/১১ মুম্বই হামলা, উরি, পুলওয়ামা, পহেলগাঁও-সহ ভারতের বুকে ঘটে যাওয়া একাধিক জঙ্গি হামলার ভিডিও তুলে ধরা হল বিদেশ সচিব ও সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলনে। ‘আর নয়, এবার শুরু অপারেশন সিঁদুর’- দেওয়া হল বার্তা।
#WATCH | Government of India presentation on the terrorist attacks in India, at media briefing on #OperationSindoor pic.twitter.com/uE03V2r9hE
— ANI (@ANI) May 7, 2025
সকাল ১০.৩৬: অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠক শুরু করলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। সঙ্গে রয়েছেন ৩ বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।
সকাল ১০.৩০: বেছে বেছে ২৫ নিরীহ পর্যটক হত্যা করেছিল পাক জঙ্গিরা। তাঁদের বাঁচাতে গিয়ে এক স্থানীয় কাশ্মীরি যুবকেরও প্রাণ যায়। ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত করল ভারত। বদলা নেওয়া হল টার্গেট কিলিংয়ের। ভারতীয় সেনার যোগ্য জবাব মৃতদের আত্মাকে শান্তি দেবে, মনে করছে স্বজনহারা পরিবার। বলছেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রের উপর বিশ্বাস ছিল। ‘অপারেশন সিঁদুর’ সেই বিশ্বাসকে আরও মজবুত করল, বলছেন প্রিয়জনহারা পরিবারগুলো।
সকাল ১০.২০: নিয়ন্ত্রণরেখায় লাগাতার গোলাবর্ষণ পাক সেনার। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ ভারতীয়। আহত ৩০। মৃতদের মধ্যে ১২ বছরের এক বালিকা ও ১০ বছরের এক বালক। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সকাল ১০.১০: অপারেশন সিঁদুরের সমস্ত গতিবিধি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে তথ্য দিলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। একটু পরেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন রাজনাথ। যাবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।
সকাল ১০টা: ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি পাক সেনার। পালটা দিচ্ছে ভারতীয় জওয়ানরাও। তীব্র গুলির লড়াইয়ের মাঝে জম্মু ও কাশ্মীরের সীমন্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সকাল ৯.৪৫: রাতভর অপারেশন সিঁদুরের তদারকি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্থল-নৌ-বিমান তিন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।
সকাল ৯.৩০: ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের একের পর এক জঙ্গিঘাঁটি। ‘পাকপ্রীতি’তে মজে দুঃখপ্রকাশ চিনের। দু’দেশকে শান্তির বার্তা বেজিংয়ের।
সকাল ৯টা: ভারতের অপারেশন সিঁদুর নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের। শান্তির বার্তা রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের। বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিও। সেদেশের বিদেশ বিষয়ক উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহয়ান বিবৃতিতে বলেছেন, ‘বিভিন্ন দেশের মধ্যে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য, যেকোনও সংকটে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনাই সবচেয়ে কার্যকর উপায়। আমরা চাই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন হোক।’
সকাল ৮. ৪০: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়া জানাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে বললেন, ‘এটা লজ্জাজনক। আমি চাই দু’দেশের এই সংঘাত তাড়াতাড়ি থামুক। অনেকদিন ধরে ওরা লড়াই করছে।’ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এক্স হ্যান্ডেলে ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে পোস্ট করে বলেন, ‘গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে হোয়াইট হাউস। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে আমরা চেষ্টা চালিয়ে যাব।’
Reporter: Any reaction to the attacks between India and Pakistan?
Trump: It’s a shame. We just heard about it as we were walking in the doors of the oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They’ve been… pic.twitter.com/lGfWsEZNuL
— Acyn (@Acyn) May 6, 2025
সকাল ৮. ৩০: অপারেশন সিঁদুরের যে কারণে উত্তর-পশ্চিম ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। বিমান পরিষেবা ব্যাহত হয়েছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও।
সকাল ৮. ১০: ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাক গোটা বিশ্বের’, পাক জঙ্গিঘাঁটিতে আক্রমণের পর বার্তা বিদেশমন্ত্রী এস জয়শংকরের।
The world must show zero tolerance for terrorism. #OperationSindoor pic.twitter.com/dmcCLfbMjN
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 7, 2025
সকাল ৮টা: ভারতের হাতে থাপ্পড় খেয়ে রেগে কাঁই পাকিস্তান। এই হামলার বদলার হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই হামলায় ভারতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তিনি জানালেন, সময়মতো এর যোগ্য জবাব দেবে পাকিস্তান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.