সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, রোগীর ভালোমন্দ চিকিৎসকই ভালো বোঝেন। কিন্তু কোনও রোগীর ওপর যদি অশরীরী শক্তি ভর করে , তাহলে কী করা উচিত? তা বোধহয় জানা ছিল না রাজস্থানের এক চিকিৎসকের। আর তাই এক মহিলার জ্ঞান ফেরাতে তাঁর গালে সজোরে একটি চড় কষিয়ে দেন তিনি। রোগীর পরিবার কোনও অভিযোগ করেনি ঠিকই। তবে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে রাজস্থানের বার্মার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
[ক্যানসারেও ভুয়ো চিকিৎসক! লেকটাউনে জালে ঠগবাজ]
জানা গিয়েছে, বুধবার ওই মহিলাকে অচেতন অবস্থায় বার্মার জেলা হাসপাতাল নিয়ে আসেন তাঁর পরিবারের লোকেরা। সুরেন্দ্র বাহরি নামে ওই চিকিৎসককে তাঁরা জানান, ওই মহিলার উপর নাকি অশরীরী শক্তি ভর করেছে। অভিযোগ, একথা শোনার পর, ওই মহিলার আর কোনও চিকিৎসাই করেননি সুরেন্দ্র বাহরি। উলটে জ্ঞান ফেরাতে ওই মহিলার গালে সজোরে একটি চড় মারেন তিনি। বার্মার জেলা হাসপাতালের সুপার হেমরাজ জানিয়েছেন, ‘ ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে।’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত চিকিৎসককে অ্যাওয়েটিং পোস্টিং অর্ডারে পাঠানো হয়েছে।
[গাড়ি আটকানোয় ট্রাফিক পুলিশকে চড়-ঘুসি ব্যবসায়ীর, ভিডিও ভাইরাল]
তবে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে রোগীর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। বস্তুত, এই ঘটনার পর প্রাথমিক চিকিৎসা করে ওই মহিলাকে ছেড়েও দেওয়া হয়।
[আধার যোগ না করলে কি ১ জুলাই থেকে বাতিল প্যান কার্ড?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.