প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের যুবতীকে ধর্ষণ! ২২ বছক বয়সি এক যুবককে গরুর গাড়িতে বেঁধে, নগ্ন করে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সেই ভিডিও দেখার পরই থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বহরাইচ জেলায়।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গিয়েছে, গরুর গাড়ির সঙ্গে বাঁধা রয়েছে এক যুবক। শরীরের নিম্নাঙ্গে কোনও পোশাক নেই। অনেকেই কুকুরকে কামড়াতে উস্কানি দিতে দেখা গিয়েছে। অনেককে আবার বলতে শুনতে শোনা যায়, ‘ছেড়ে দাও মারা যেতে পারে।’ এই ঘটনার পর আহত যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য় ভর্তি করে তাঁর পরিবার। ভিডিওটি ছড়িয়ে পড়তেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তাঁরা। এক পুলিশ কর্তা বলেন, “এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচিত কিছু ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, শারীরিক নিগ্রহ ও আঘাত করার ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।” ওই পুলিশকর্তা আরও জানিয়েছেন, “যুবককে হেনস্থা করার ঘটনাটি ঘটে এপ্রিল মাসের ৩ তারিখ। পরে পরিবার ভিডিওটি দেখার পর থানায় অভিযোগ করে।”
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে গ্রামের ভিন্ন জাতের যুবতীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে এপ্রিল মাসের শুরুর দিকে, কিন্তু অভিযোগ দায়ের হয়েছে ঘটনার কয়েকদিন পর। তারপর গ্রামে দুই সম্প্রদায়ের ঝামেলার অভিযোগও উঠেছে। তবে পুলিশের দাবি, ওই রকম কোনও ঘটনা ঘটেনি। পুলিশের কর্ত জানিয়েছে, “একটি ভিন্ন মামলা দায়ের করে মারধরের ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সঙ্গে ধর্ষণের ঘটনার তদন্ত আলাদা করে চলছে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.