বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: ‘শহুরে নকশাল’দের কীভাবে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করে! তাদের সামলাতে কী নির্দেশিকা রয়েছে? এই রকম একগুচ্ছ প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের কাছে জবাব চাইল তৃণমূল কংগ্রেস। বুধবার শাহর মন্ত্রকের আওতায় থাকা অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দপ্তরের বিশেষ সচিবকে চিঠি লিখে ‘শহুরে নকশাল’ নিয়ে একগুচ্ছে প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।
সদ্য সোমবারই মধ্যপ্রদেশের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘কংগ্রেসকে শহুরে নকশালরা পরিচালনা করছে’ বলে মন্তব্য করেছেন। তার প্রেক্ষিতেই তিনি যে প্রশ্ন করেছেন, তা নিজের টুইটেই জানিয়েছেন সাকেত। প্রধানমন্ত্রী যে মাঝে মধ্যেই সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক দল, অসরকারি সংস্থা-সহ নানা ক্ষেত্রেই ‘শহুরে নকশাল’ তকমা ব্যবহার করেন, সেকথা উল্লেখ করে সাকেত দাবি করেন, ‘টুকরে টুকরে গ্যাং’-এর কথাও বলেন মোদি। কিন্তু তার যে কোনও অস্তিত্ব নেই সেকথা শাহর মন্ত্রক থেকেই তিনি জানতে পেরেছেন।
প্রসঙ্গত, রাজধানী ভোপালে এক দলীয় সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দাবি করেছিলেন, কংগ্রেসের (Congress) সঙ্গে ‘শহুরে নকশাল’দের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বলেন, “কংগ্রেস কোম্পানিতে পরিণত হয়েছে, যেটি তার নেতা এমনকী স্লোগান শহুরে নকশালদের থেকে আমাদানি করে থাকে।” এবার প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পালটা চিঠি দিল তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.