Advertisement
Advertisement
Tamil Nadu

হাই অ্যালার্ট সত্ত্বেও বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় ব্যক্তি! প্রশ্ন নিরাপত্তা নিয়ে

ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনা।

Unidentified man arrest from Sulur Air Force Base in Tamil Nadu

গ্রেপ্তার হওয়া ব্যক্তি। ছবি: সংগৃহীত

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 15, 2025 8:39 pm
  • Updated:May 18, 2025 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর দেশের বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গা-সহ বিভিন্ন সেনা ছাউনি, বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই মধ্যে এবার তামিলনাড়ুর সুলুর বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে পড়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গ্রেপ্তার করেন সেনা আধিকারিকরা। পরে তাকে স্থানীয় সুলুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ।

পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাছাড়া সেনা আধিকারিকদের জিজ্ঞাসাবাদে সে কোনও উত্তর দেয়নি। তদন্তকারী এক আধিকারিক বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি বিহারের বাসিন্দা। হিন্দিতে প্রশ্ন করলে সে কোনও উত্তর দিচ্ছে না। কমিউনিটি সার্ভিস রেজিস্টার (CSR) দেখে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।” পুলিশের প্রশ্ন, ওই ব্যক্তি কেন সেনা ছাউনির মধ্যে প্রবেশ করার চেষ্টা করলেন? তাছাড়া ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ ছিল কিনা সেই বিষয়ে জানতে তদন্ত করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর ভারতের একাধিক সেনা ছাউনি, বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন, মিসাইল হামলা করার চেষ্টা করে পাক সেনা। যদিও ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা মাঝ আকাশেই আটকে দেয়। পালটা পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি, সেনা ছাউনিতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। এর পর থেকেই দেশের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হাই অ্যালার্ট জারি করা রয়েছে। কড়া নিরাপত্তা সত্ত্বেও সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হল। ফলে প্রশ্ন উঠছে, হাই অ্যালার্ট জারি থাকলেও কি একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা গিয়েছে সেনা ছাউনিগুলিতে? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement