সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোষাগার থেকে যাতে কোনওভাবেই অতিরিক্ত অর্থ ব্যয় না হয়, সে দিকে সবসময় কড়া নজর থাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।এবার সরকারি অর্থের অপচয় রুখতে নজির গড়লেন তিনি।হাজার হাজার পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।তবে সেই সব আগের সরকারের জমানায় কেনা।ব্যাগগুলির উপর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ছবিও রয়েছে।
[ হিন্দু বোনের জন্য চিতা সাজালেন মুসলিম ‘ধর্মভাই’ ]
বর্তমান মুখ্যমন্ত্রী এহেন পদক্ষেপের প্রশংসা করছেন অনেকেই।রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নিজের বা নিজের সরকারের প্রচারের কথা না ভেবে শুধুমাত্র রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত অর্থ ব্যয় রুখতে অখিলেশের ছবি ছাপা ব্যাগ বিতরণ করেছেন যোগী।তাঁর এই পদক্ষেপ নজিরবিহীন।গত মার্চ মাসে বিধানসভা নির্বাচনের সময় ৩৫ হাজারেরও বেশি ছবি-সহ স্কুল ব্যাগ কিনেছিলেন অখিলেশ যাদব।লক্ষ্য ছিল, সেই সব ব্যাগ পড়ুয়াদের মধ্যে ফ্রি-তে বিতরণ করে প্রত্যেক ভোটারের বাড়িতে সমাজবাদী পার্টির প্রতীককে পৌঁছে দেওয়া।সেই ব্যাগই এবার যোগী আদিত্যনাথের মস্তিষ্কপ্রসূত প্রকল্পের অধীনে পৌঁছে যাবে রাজ্যের গরিব পড়ুয়াদের কাছে।প্রকল্পটির নাম দেওয়া হয়েছে, ‘উত্তরপ্রদেশ যোজনা|’ কারণ, যোগী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করে দেন, এখন থেকে কোনও সরকারি প্রকল্পের নাম কোনও ব্যক্তির নামে রাখা হবে না।যোগী আদিত্যনাথ তাঁর ঘনিষ্ঠমহলে বলেছেন, অখিলেশ যাদবের ব্যাগগুলি নষ্ট যেন না হয়।সব ব্যাগ গরিব পড়ুয়াদের মধ্যে বিতরণ করে দিতে হবে।তবে তিনি একথাও নাকি বলেছেন, পূর্বতন সরকারের এই ফ্রি-তে ব্যাগ বিতরণ প্রকল্পটি নিয়ে অযথাই এত হইচই হয়েছে।এর মধ্যে তেমন নতুন কিছুই নেই।
[ পৈতৃক জমি মন্দিরে দান করে সম্প্রীতির নজির মুসলিম পরিবারের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.