প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রবধূকে যৌন নির্যাতন করতে চেয়েছিলেন শ্বশুর। তাঁকে বাঁচাতে গিয়ে স্বামীর গলা কেটে খুন (Murder) করলেন স্ত্রী। প্রাথমিক ভাবে অপরাধ অস্বীকার করলেও পরে তিনি নিজের অপরাধ কবুল করেছেন। এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ঘটনা যোগীরাজ্যের (Uttar Pradesh)।
জানা যাচ্ছে, গত ১৪ আগস্ট ৪৩ বছরের তেজিন্দর সিং ঘুমোচ্ছিলেন। সেই সময়ই একটি ধারালো অস্ত্র এনে তাঁর গলায় কোপ বসান স্ত্রী মিথিলেশ দেবী। প্রথমে মৃতের পরিবারের সদস্যরা একে অচেনা আততায়ীর হামলা বলে দাবি করলেও তদন্তে নেমে পুলিশের সন্দেহের তির ঘুরে যায় মিথিলেশ দেবীর কাছে। ৪০ বছরের ওই গৃহবধূ প্রথমে নিজের অপরাধ স্বীকার করেননি। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি ভেঙে পড়ে জানিয়ে দেন, তাঁর স্বামীকে তিনিই খুন করেছেন। আর এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন পুত্রবধূকে যৌন হয়রানির হাত থেকে বাঁচাতে।
অভিযুক্তের দাবি, নিজের ১৯ বছরের পুত্রবধূর প্রতি কুনজর ছিল তাঁর স্বামীর। বারবার স্ত্রীকে বলতেন, যেন তিনি বউমাকে রাজি করান তাঁর সঙ্গে যৌনতা করার জন্য। এরপরই স্বামীকে খুনের কথা ভাবেন তিনি। আর সেইমতো ঘুমন্ত অবস্থায় তাঁকে খুন করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.