Advertisement
Advertisement
Paneer

বিয়েবাড়িতে পাতে পড়েনি পনির, রাগে অতিথিদের বাসের তলায় পিষে দিলেন এক ব্যক্তি!

অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তে নেমেছে পুলিশ। 

Upset Over Not Being Served Paneer, Man Drives Bus Over Wedding Guests
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 29, 2025 6:01 pm
  • Updated:April 29, 2025 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব সাধ করে বিয়েবাড়িতে গিয়েছিলেন। মনের মতো করে পেটপুরে খাবেন। ভেবেছিলেন পাতে পড়বে নরম নরম পনির। কিন্তু সে গুড়ে বালি! খাবারের জায়গায় যেতেই দেখলেন পনিরের কোনও চিহ্নই নেই। আর তাতেই ক্ষেপে লাল যুবক। সটান মিনিবাস নিয়ে ঢুকে পড়েন বিয়ের মণ্ডপে। পিষে দেন অতিথিদের! যা ভাঙচুর করেছেন তার পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। দায়ের হয়েছে মামলা। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তে নেমেছে পুলিশ। 

জানা গিয়েছে, এই কাণ্ড উত্তরপ্রদেশের চন্দৌলিতে। সেখানকার মুঘলসরাইয়ের কোতওয়ালি এলাকার হামিদপুরে রাজনাথ যাদব নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে ছিল। ধুমধাম করে বসেছিল বিয়ের আসর। একে একে অতিথিরা আসছিলেন। হইহুল্লোড়, নাচ-গান সব কিছু হচ্ছিল। কিন্তু আচমকাই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই যুবকের নাম ধর্মেন্দ্র। তিনি বিয়েবাড়িতে ঢুকেই খাওয়ার জায়গায় চলে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন পনিরের কোনও তরকারি নেই। তাতেই চটে যান ধর্মেন্দ্র।

Advertisement

এরপর খাওয়া শেষে অনুষ্ঠানবাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পরেই একটি মিনিবাস নিয়ে এসে সোজা বিয়ের মণ্ডপে ঢুকে পড়েন। সেই বাসের নিচে চাপা পড়ে বেশ কয়েক জন আহত হন। সকলে মিলে ধর্মেন্দ্রকে ধরে ফেলেন। তার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে। আহতদের মধ্যে পাত্রের বাবা ও এক আত্মীয়ও রয়েছেন। এই ঘটনার জেরে সেদিন বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল হয়। পরের দিন বিয়ে হয়। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement