সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের (Lockdown) জেরে অভাব অ্যাম্বুল্যান্সের। অগত্যা জম্মুতে প্রসব বেদনা শুরু হওয়ার পর অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নিয়ে গেল জম্মু পুলিশ। কিন্তু গাড়ি্তে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই পুলিশের ভ্যানেই মহিলা জন্ম দিলেন এক শিশুর।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে অ্যাম্বুল্যান্স না পেয়ে জম্মুর বাসিন্দা সোনিয়া দেবীর বাড়ি থেকে থানায় ফোন করে সাহায্য চাওয়া হয়। মাঝরাতে অন্তঃসত্ত্বার প্রসব বেদনা শুরু হওয়ায় সমস্যায় পড়েন পরিজনেরা। তবে মহিলাকে পুলিশের ভ্যানে হাসপাতালে পৌছে দেওয়ার আগেই পুলিশের ভ্যানে জন্ম নিল এক শিশু। জানা যায় অন্তঃসত্ত্বা মহিলা সোনিয়া দেবী, উত্তরপ্রদেশেরর বাসিন্দা। লকডাউনের জেরে গণপরিবহণ বন্ধ থাকায় তারা সঠিক সময়ে গাড়ির ব্যবস্থা করতে পারেননি। ফলে উপায় না দেখে স্থানীয় প্রশাসনের সাহায্য নেন সোনিয়া দেবীর পরিবার। জম্মুর পুলিশ আধিকারিক জানান,”ছেনির থানা থেকে কন্ট্রোল রুমে জানান হলে তৎখনাত অন্তঃসত্ত্বার বাড়ির সামনে পুলিশ পরিষেবার জন্য প্রস্তুত থাকি।” মহিলা ভ্যানের মধ্যেই শিশুর জন্ম দেওয়ার পর মহিলা পুলিশ কর্মীরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশু ও মা দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসরকরা।
তবে হাসপাতালে তাদের আলাদা ঘরে রাখা হয়েছে। যাতে কোনও রকমবাবেই মহিলা ও শিশু সংক্রমিত না হন। তবে লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় মহিলার পরিবারের তরফ থেকে কেউই হাসপাতালে পৌঁছতে পারেননি। তারা পুলিশের এই কাজে সাধুবাদ জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.