প্রতীকী ছবি।
অর্ণব আইচ: খাস কলকাতায় শুটআউট(Shootout at Kolkata )। রাতের অন্ধকারে মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি। গুরুতর জখম এক। তাঁর ডান পায়ে গুলি লাগে বলেই খবর। এই ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলেই খবর।
অশান্তির সূত্রপাত শুক্রবার সন্ধেয়। সোনু এবং রাকিবের মধ্যে বচসা হয়। তা সেই সময় মিটেও যায়। এর পর রাত ১টা ৪০ মিনিট নাগাদ একজনের বাড়িতে গাড়ি রাখতে আসে অভিযুক্ত সোনা ওরফে সোনু। সে কুখ্যাত অপরাধী গব্বরের শ্যালক। সোনু এলাকায় তোলাবাজি করে বলেই অভিযোগ। অভিযোগ, গাড়িতে রাখতে আসার খবর পেয়ে রাকিবের দলবল ফ্রি স্কুল স্ট্রিটে পৌঁছয়। বেশ কিছুক্ষণ সোনু এবং রাকিবের দলবলের মধ্যে অশান্তি হয়। অভিযোগ, অশান্তির মাঝে আচমকা সোনু গুলি চালাতে শুরু করে। কমপক্ষে তিন রাউন্ড গুলি চলে বলেই খবর।
তাতেই রক্তারক্তি কাণ্ড ঘটে। রাকিবের পায়ে গুলি লাগে। বাকি দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে সোনু। এদিকে, দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল রাকিব। পরে তাঁর বন্ধুরা রাকিবকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্থানীয় সূত্রে খবর, রাকিব তালতলার বাসিন্দা। অভিযোগ, বেআইনি কলসেন্টার চালায়। তা জানা সত্ত্বেও পুলিশ রাকিবের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না বলেই অভিযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.