গৌতম ব্রহ্ম: ৫০০ জনের শরীরে তিনি কিডনি প্রতিস্থাপন করেছেন। ওষুধের সঙ্গে ভারতীয় যোগবিজ্ঞানকে যুক্ত করে কিডনির অসুখ সারাচ্ছেন। কিডনির অসুস্থতা নিয়ে সচেতনতা বাড়াতে তৈরি করেছেন ‘কিডনি কেয়ার সোসাইটি’। গ্রামীণ চিকিৎসকদের কিডনির রোগ নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। কোন ওষুধ কিডনির পক্ষে বিপজ্জনক তাও হাতেকলমে বোঝাচ্ছেন। জীবনশৈলিতে পরিবর্তন এনে যোগাভ্যাসের মাধ্যমে কিডনির অসুখে লাগাম পরানোর চেষ্টাও শুরু করেছেন। চিকিৎসাজগতে এই অবদানের জন্য এবার পুরস্কৃত হলেন কিডনি ট্রান্সপ্লান্ট সার্জেন নেফ্রোলজিস্ট ডা. প্রতিম সেনগুপ্ত। পেলেন ‘ভারতজ্যোতি অ্যাওয়ার্ড’।
ভারত সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই পুরস্কার দেয় ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি’ (আইএফএস)। বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের সম্মান জানানো হয়। এবছর চিকিৎসাক্ষেত্রে চারজনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে প্রতিমবাবু অন্যতম। বাকি তিনজন চন্ডীগড়, ভেলোর ও পুণের। বৃহস্পতিবার দিল্লির ইন্টারন্যাশনাল সেন্টারে এক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে প্রতিমবাবুর হাতে পুরস্কার তুলে দেন ওড়িশা বিধানসভার অধ্যক্ষ সূর্যড়ারায়ণ পাত্র, ছত্তিশগড় ও ত্রিপুরার ভূতপূর্ব রাজ্যপাল দীনেশ নন্দন সহায় । ছিলেন আইএফএস-এর সাধারণ সচিব গুরপ্রিত সিং।
সম্মানিত হয়ে স্বভাবতই খুশি আরজি কর ও পিজির এই প্রাক্তনী। কলকাতা ফেরার পথে জানালেন, “কিডনি নিয়ে অনেকগুলি প্রকল্প শুরু করেছি। একটা টিম তৈরি করে কাজ করার চেষ্টা করছি। এই পুরস্কার তারই স্বীকৃতি।” প্রতিমবাবুর সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন যোগগুরু শুভব্রত ভট্টাচার্য। তিনি জানালেন, ভারতীয় যোগবিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিমবাবু বহু রোগীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কমিয়েছেন। প্রতিস্থাপনের দোরগোড়া থেকে রোগীকে ফিরিয়ে এনেছেন। এই স্বীকৃতি তাই বাড়তি আনন্দের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.