শহরের রাস্তায় বেপরোয়া গতি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা গাড়ির। দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন। তাঁরা ভরতি পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল।
[পায়ের চেটোয় লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, দমদম বিমানবন্দরে ধৃত ১]
শহরের রাস্তায় বেপরোয়া গতি। সোমবার ভোরে দুর্ঘটনা ঘটল পার্ক সার্কাসের মা উড়ালপুলে। গুরুতর আহত ২। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর পাঁচটা নাগাদ মা উড়ালপুল দিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উড়ালপুলের একটি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে দু’জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত গুরুতর আহত দু’জনেই। তাঁদের উদ্ধার করে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ। সেখানে এখন চিকিৎসাধীন তাঁরা। কীভাবে দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে? তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গতি অত্যন্ত বেশি থাকায় গাড়িটির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক।
ব্যস্ত শহরের গতি বাড়াতে ভরসা উড়ালপুল। কারণ এ শহরে নতুন করে রাস্তা তৈরি করার মতো জমি অপ্রতুল। পরমা আইল্যান্ড থেকে পার্ক সার্কাস পর্যন্ত মা উড়ালপুলটি তৈরি করেছে বর্তমান রাজ্য সরকার। কিন্তু, উদ্বোধনের পর থেকে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই উড়ালপুলে। দুর্ঘটনা রুখতে মা উড়ালপুলে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী উদ্যোগে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ স্লোগান তুলে চলছে প্রচারও। কিন্তু, পরিস্থিতি কি আদৌও বদলেছে? প্রশ্ন তুলে দিল মা উড়ালপুলের দুর্ঘটনা।
[বিজোড় বাস ভাড়ার মহিমায় বাজারে ফের কদর বাড়ল ১ টাকার কয়েনের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.