সুব্রত বিশ্বাস: কলকাতার সম্ভ্রান্ত এলাকায় পৌঁছনোর আগেই শিয়ালদহ (Sealdah) আরপিএফ আটক করল পাঁচ লক্ষ টাকার বিদেশি সিগারেট। শিলচর হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতায় আসছিল এই সিগারেটগুলি। শনিবার রাতে শিয়ালদহ স্টেশনে ট্রেনটি পৌঁছতেই আরপিএফের নজরে পড়ে তা। ট্রেনে তল্লাশি চালাতেই ধরা পড়ে যায় পাচারকারী মহম্মদ রশিদ। নিউ দিল্লির দোয়ালপুরের বাসিন্দা রশিদ জানিয়েছে, শিলচরের (Silchar) মোহম্মদ সিদ্দিকি এই সিগারেট তাকে কলকাতা পৌঁছে দিতে বলে ছিল।
শনিবার রাতে শিয়ালদহে পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchenjangha Express)। ট্রেনের একটি কামরা থেকে বড় বড় ব্যাগ নিয়ে বেরচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময়েই আরপিএফ (RPF) মেন পোস্টের কর্মীরা তাকে আটকায়। ব্যাগ থেকে মেলে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট (Foreign Cigarette)। শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, সিঙ্গাপুর, চিনের তৈরি সিগারেট মায়ানমার হয়ে ভারতের উত্তর পূর্ব সীমান্তের রাজ্যগুলি দিয়ে ভিতরে ঢোকে। এরপর দেশের চাহিদা সম্পন্ন শহরগুলিত এজেন্টের মাধ্যমে পৌঁছে যায় এই সিগারেট।
দামি হওয়ায়, মূলত শহরের সম্ভ্রান্ত এলাকায় এর চাহিদা রয়েছে। কলকাতায় রয়েছে বিভিন্ন এজেন্ট। দিন কয়েক আগে হাওড়া পার্সেল থেকে প্রায় পয়তাল্লিশ লক্ষ টাকার বিদেশি সিগারেট আটক করেছিল আরপিএফ। পরে তা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। রবিবারও আটক সিগারেট শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুধু বিদেশি সিগারেটই নয়, দূরপাল্লার ট্রেনে নিষিদ্ধ সামগ্রী পাচারের চক্র সক্রিয় বহু দিন ধরেই। তা নিয়ে যাত্রীদের অভিযোগেরও অন্ত নেই। আরপিএফ সেসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থাও নিয়েছে। পাচারকারীদের কৌশলে চোখ কপালে রেল পুলিশেরও। দিন কয়েক আগে ২ মহিলা যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাদক দ্রব্য। এবার বিদেশি সিগারেট উদ্ধারের ঘটনা। সবমিলিয়ে রেলকে পাচারের পরিবহণ মাধ্যম হিসেবে ব্যবহার আরও বাড়ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.