ফাইল ছবি
অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattyachariya) ছেলের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস। এই প্রথম শিক্ষক দুর্নীতি মামলায় লুক আউট নোটিস দিল ইডি। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথিরিটিকে পাঠানো হয়েছে মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যের নথি। এদিকে কুন্তল ঘোষ জেরার মুখে দাবি করেছে, তাঁর টাকা গিয়েছে মানিক ভট্টাচার্যের কাছেও। তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ জনকে খুঁজছে ইডি।
জুন মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের তদন্ত শুরু হয়। সেই সূত্রে ধরেই একের পর এক গ্রেপ্তারি হয়েছে। সেই তালিকায় জুড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম। তাঁকে গ্রেপ্তারের পর ইডির আইনজীবী আদালতে জানান, মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের একটি সংস্থা রয়েছে, যেখানে আইটির (তথ্যপ্রযুক্তি) কাজ হয়। ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। জানা যায়, গত ২ সেপ্টেম্বর বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে ওই সংস্থার চুক্তি হয়। তাতে সৌভিকের সংস্থাকে ৫১৪ টি বিএ এবং বিএড কলেজে প্রযুক্তিগত উন্নয়নের (আপগ্রেডেশন) দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কোনও আপগ্রেডশনের কাজ হয়নি। টাকাও ফেরত যায়নি। ইডির অনুমান, দুর্নীতির অর্থ লেনদেন হয়েছে মানিকবাবুর পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকেও।
ইডির চার্জশিটেও নাম ছিল সৌভিক ভট্টাচার্যের। তিনি ইতিমধ্যেই হাই কোর্টে জামিনের আরজি জানিয়েছেন। সেই মামলার শুনানি ২২ তারিখ। তার আগেই এবার সৌভিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি। তদন্তকারীদের ধারণা, যে কোনও সময়ে দেশ ছাড়তে পারেন সৌভিক। সেই কারণেই এই পদক্ষেপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.