ফাইল ছবি।
গৌতম ব্রহ্ম: বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও থমথমে এগরার খাদিকুল। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৯ জনের। এই ঘটনার পর সতর্ক রাজ্য। পুলিশ সুপার এবং কমিশনারদের ছ’দফা নির্দেশ পাঠাল নবান্ন।
একনজরে দেখে নেওয়া যাক নবান্নের ৬ দফা নির্দেশ:
উল্লেখ্য, এগরা ১ নম্বর ব্লকের সাহারা খাদিকুল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মঙ্গলবার দুপুরে ঘড়ির কাঁটায় তখন বারোটা হবে। আচমকাই কান ফাটানো আওয়াজ কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাজি কারখানা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে দেহ। সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মতো মঙ্গলবার রাতে এগরার খাদিকুলে পৌঁছন সিআইডি আধিকারিকরা। এই ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত। সে বর্তমানে ওড়িশার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.