কৃষ্ণকুমার দাস: বালিগঞ্জ উপনির্বাচনে প্রখ্যাত বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ ভাইঝি সায়রার সমর্থনে ভোটের আবেদন করতেই ‘পরিবারতন্ত্র’ ইস্যুতে এবার পালটা আক্রমণে নেমে সিপিএমকে (CPM) তুলোধোনা করল তৃণমূল (TMC)। কারণ, এতদিন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) টার্গেট করে পরিবারতন্ত্রের ইস্যু খাড়া করার ব্যর্থ চেষ্টা করেছে বামেরা।
জনমানসে তৃণমূল নিয়ে বিভ্রান্তি তৈরি করতে বারে বারে তৃণমূল নেতা-মন্ত্রীদের পরিবারকে আক্রমণ করে সীমাহীন কুৎসা করেছে আলিমুদ্দিন। কিন্তু সোমবার নাসিরউদ্দিন শাহ বামপ্রার্থী তথা ভাইঝি সায়রা শাহ হালিমের সমর্থনে ভিডিও বার্তায় ভোট চাইতেই বামেদের চেপে ধরেছে তৃণমূল। রাজ্য তৃণমূলের তরফে পালটা দাবি করে বলা হয়েছে, “এরপর সিপিএম নেতারা আর যেন কখনও পরিবার বা আত্মীয়ের কথা মুখে না আনেন। তৃণমূলের নেতা-মন্ত্রীর কেউ রাজনীতিতে এলেই পরিবারতন্ত্রের অভিযোগ করবেন, আর নাসিরউদ্দিনকে দিয়ে ‘ভাইঝি’র হয়ে ভোটে আবেদন করাবেন। এই দ্বিচারিতা আর কতদিন?”
বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে নেমে এদিন টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন বামপ্রার্থী সায়রা। সেই ভিডিও বার্তায় নাসিরউদ্দিন (Naseeruddin Shah) বলেন, “সায়রা আমার ভাইয়ের মেয়ে। খুব ছোট থেকে ওঁকে চিনি।” এরপরই তিনি বালিগঞ্জের ভোটারদের সায়রাকে জয়ী করার আবেদন জানান। দুপুরে তৃণমূলের তরফে নাসিরউদ্দিনের ভিডিও নিয়েই পালটা আক্রমণে নেমে পড়েন রাজ্য নেতৃত্ব। প্রশ্ন তোলা হয়, “আজ ভাইঝির হয়ে পরিবারের ‘সেন্টিমেন্ট’ খাড়া করে তিনি সিপিএমের হয়ে ভোট চাইছেন। কিন্তু এতদিন তিনি কোথায় ছিলেন?”
এখানেই থামেনি রাজ্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, কতটা দেউলিয়া হলে সিপিএম আজ প্রচারে নেমে হাসিম আব্দুল হালিমের বউমা, নাসিরউদ্দিন শাহের ভাইঝি পরিচয় খাড়া করে সহানুভূতি পেতে চাইছে। কিন্তু বাংলার মানুষ স্পষ্ট মনে রেখেছে, এই সিপিএম কিছুদিন আগে ভোট কেটে বিজেপিকে সিট পেতে সুবিধা পাইয়ে দিয়েছে। বিজেপির B-টিম হয়ে মাঠে নেমে গেরুয়া শিবিরকে অনেক ক্ষেত্রে সুবিধা পাইয়ে দিয়েছে বামেরা। এবার উপনির্বাচনে বামেদের ভোট দেওয়া মানে ঘুরিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের পেট্রল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিকে ঢালাও সমর্থন করা। তাই রান্নার গ্যাস ও পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই উপনির্বাচনেই বিপুল ভোটে জিতবেন তৃণমূল প্রার্থীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.