সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতনবৃদ্ধির দাবিতে শিক্ষাবন্ধুদের সভা শুরুর আগেই ভেঙে দিল পুলিশ। অভিযোগ, সভা ভাঙার জন্য উপস্থিত শিক্ষাবন্ধুদের উপর লাঠিচার্জও করা হয়। ছোঁড়া হয় জলকামান। ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেকের করুণাময়ী। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের দিকে। এদিন বেতনবৃদ্ধির দাবিতে করুণাময়ীতে জমায়েত হওয়ার কথা ছিল শিক্ষাবন্ধুদের। সেখানেই সভা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অভিযোগ, সভার অনুমতি নেওয়া হয়নি। তবে সভা হওয়ার খবর আগেই অন্য সূত্র থেকে এসেছিল। ফলে করুণাময়ী এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। তাই সভা শুরুর আগেই শুরু হয়ে যায় ধরপাকড়। পুলিশ ও শিক্ষাবন্ধুদের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনায় আহত হন কয়েকজন। এরপর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আরও শক্ত হয় পুলিশ। লাঠিচার্জ করা হয় তাদের উপর। ছোঁড়া হয় জলকামানও। গ্রেপ্তার করা হয় আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা মইদুল ইসলামকে।
এদিকে সভায় যোগ দেওয়ার জন্য উল্টোডাঙা থেকে মিছিল করে আসার কথা ছিল শিক্ষাবন্ধুদের। মিছিল শেষ হওয়ার কথা ছিল বিকাশভবনে। কিন্তু সল্টলেকে ঢোকার আগেই তাদের পথ আটকায় পুলিশ। অভিযোগ, মিছিলের কারণে যানজট হয়েছিল রাস্তায়। নিত্যযাত্রীদের অসুবিধা হচ্ছিল। সূত্রের খবর, সেই কারণেই নাকি পুলিশ মিছিল আটকে দেয়। এছাড়া এই মিছিলেরও কোনও অনুমোদন নেওয়া হয়নি বলেও উঠছে অভিযোগ।
কিছুদিন আগেই বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছিলেন প্রাথমিক শিক্ষকরা। তাঁদের দাবি ছিল, এনসিটিই-র নিয়মানুযায়ী, যোগ্যতার ভিত্তিতে বেতন দিতে হবে। প্রাথমিক শিক্ষকদের সেই PRT-স্কেলের দাবি পূরণ করতে না পারলেও রাজ্য সরকার সাধ্যমতো বেতন হার ঘোষণা করে। এরপর অনশন প্রত্যাহার করেন তাঁরা। এভাবে একের পর এক বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য সরকার যে বেশ চাপে পড়ে গিয়েছে, এমনই মনে করছে অভিজ্ঞমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.