ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে চূড়ান্ত নাটক বিধানসভায়। শুক্রবার শেষমুহূর্তে রীতিমতো দৌড়তে দৌড়তে সচিবের ঘরে গিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেতা দীনেশ বাজাজ। যা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে, পঞ্চম আসনের জন্য নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক। সূত্রের খবর, তৃণমূলের সমর্থনে তিনি প্রার্থী হয়েছেন।
ইতিমধ্যেই রাজ্যসভা নির্বাচনের জন্য চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। দীনেশ ত্রিবেদী ও সুব্রত বক্সি বুধবারই বিধানসভায় মনোনয়ন জমা দিয়েছেন। এদিন মনোনয়ন জমা দেন বাকি দুই তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নুর। তারমধ্যেই এদিন চূড়ান্ত নাটক হয় দীনেশ বাজাজের মনোনয়ন জমা ঘিরে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ছিল দুপুর তিনটে পর্যন্ত। কিন্তু এদিন সময়সীমা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে দৌড়ে গিয়ে মনোনয়ন জমা দেন দীনেশ বাজাজ।
এখন রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি পঞ্চম আসনও ছাড়তে চাইছে না তৃণমূল? কারণ, পঞ্চম আসনে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রার্থী হয়েছেন। রাজ্য বিধানসভায় আপাতত বাম ও কংগ্রেসের মিলিত শক্তি ৫২। সেক্ষেত্রে তার জয়ের পথ কঠিন করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, তৃণমূলের সমর্থনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন দীনেশ বাজাজ। তিনি এদিন জানিয়েছেন, ‘আমি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। প্রার্থী হতে চেয়েছিলাম বলেই দিয়েছি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.