Advertisement
Advertisement
Shyam Metalics

তৃতীয় ত্রৈমাসিকে ৫৭ শতাংশ বৃদ্ধি! চ্যালেঞ্জ সামলে লক্ষ্যে অবিচল শ্যাম মেটালিকস

৩১ ডিসেম্বর ২০২৪-এ সমাপ্ত ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে সংস্থা।

Shyam Metalics reports robust profitability growth of Q3 FY25
Published by: Kishore Ghosh
  • Posted:January 29, 2025 6:01 pm
  • Updated:January 29, 2025 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-২৫ তৃতীয় ত্রৈমাসিক অর্থবর্ষে ধারবাহিক ভাবে দারুণ ফল করছে শ্যাম মেটালিকস অ্যান্ড এনার্জি লিমিটেড। কলকাতায় সংস্থার প্রধান শাখার তরফে প্রথম ত্রৈমাসিকের লাভ-ক্ষতির হিসাব ঘোষিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৫৭ শতাংশ YoY। EBIDTA বৃদ্ধির হার ১২ শতাংশ YoY।

Advertisement

শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেড (SMEL) একটি শীর্ষস্থানীয় কার্বন স্টিল, স্টেইনলেস স্টিল, স্পেশালিটি অ্যালয়েস এবং অ্যালুমিনিয়াম ফয়েল নির্মাণকারী সংস্থা। তারা ৩১ ডিসেম্বর ২০২৪-এ সমাপ্ত ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। গত ত্রৈমাসিকের আয়ের পরিমাণ ৩, ৭৫৩ কোটি টাকা। অপরেটিং EBIDTA ৪৫৬ কোটি টাকা। EBIDTA ৫০৭ কোটি টাকা। মুনাফার পরিমাণ ১৯৭ কোটি টাকা।

শ্যাম মেটালিকসের ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ব্রীজভূষণ অগরওয়াল বলেন, “২০২৪-২৫ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকের ব্যতিক্রমী পারফরম্যান্সে আমরা উচ্ছ্বসিত, লভ্যংশ বেড়েছে ৫৭ শতাংশ YoY অর্থাৎ ১৯৭ কোটি টাকা। অন্যদিকে অপরেটিং EBIDTA ৪৫৬ কোটি টাকা। বাজারের কঠিন চ্যালেঞ্জ সত্বেও এই উল্লেখযোগ্য বৃদ্ধি আমাদের সঠিক বাণিজ্য কৌশল এবং কর্মদক্ষতাকে প্রতিফলিত করে।” আগামী দিনেও দক্ষতার এই মাত্র ধরে রাখার প্রতিশ্রুতি দেন শ্যাম মেটালিকসের ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement