Advertisement
Advertisement
Howrah station

হাওড়া স্টেশনের ওল্ড-নিউ কমপ্লেক্সে বসছে ছাউনি, বৃষ্টি-রোদ থেকে বাঁচবেন মেট্রো যাত্রীরাও

তিন স্টেশনের সংযোগকারী নির্মীয়মাণ রাস্তার উপরে থাকবে আধুনিক আচ্ছাদন।

Tents are being set up at Howrah station New-Old Complex

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 4, 2025 9:21 am
  • Updated:May 4, 2025 9:21 am  

সুব্রত বিশ্বাস: হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে যেতে বৃষ্টিতে আর ভিজতে হবে না যাত্রীদের। রোদের আঁচও লাগবে না গায়ে । দুই কমপ্লেক্সের নিত্যযাত্রীরাই নন, একই সুবিধা পাবেন মেট্রোর যাত্রীরাও। তিন স্টেশন জুড়ে এবার তৈরি হতে চলেছে ছাউনি দেওয়া রাস্তা।

হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, দশ লাখেরও বেশি যাত্রী এই স্টেশনটি রোজ ব্যবহার করেন। তার উপর এখন রয়েছে মেট্রোর যাত্রীদের চাপ। এই তিন স্টেশনের একটি থেকে অন্যটিতে আসা-যাওয়া করতে হয় যাত্রীদের। দূরপাল্লার যাত্রীদের সঙ্গে থাকে লাগেজ। এছাড়া নিত্যযাত্রীরা তো রয়েছেনই। এতদিন রোদ-বৃষ্টিতে চরম নাকাল হয়ে যাতায়াতই ছিল দস্তুর। তিন স্টেশনের সংযোগকারী নির্মীয়মাণ রাস্তার উপরে থাকবে আধুনিক আচ্ছাদন।

Advertisement

ডিআরএম সঞ্জীব কুমার জানান, এজন্য পনেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী ছ’মাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে বলে তিনি জানান। হাওড়া ওল্ড কমপ্লেক্সের ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্ল্যাটফর্মকে যুক্ত করবে এই রাস্তা। মাঝে এই রাস্তার সঙ্গে যুক্ত থাকবে মেট্রো স্টেশনও।

হাওড়া স্টেশন ছাড়া অমৃত ভারত প্রকল্পে হাওড়া ডিভিশনের পনেরোটি স্টেশনের উন্নয়নের কাজ চলছে। যার মধ্যে অনেকগুলি স্টেশনের মূল ভবন নতুন আদলের করা হবে। আমূল পরিবর্তন হবে স্টেশনগুলির। সম্প্রতি পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেউসকর স্টেশনগুলির কাজকর্ম খতিয়ে দেখে জানিয়েছিলেন, আগামী ছ’মাসের মধ্যে এই উন্নয়নের কাজ শেষ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement