স্টাফ রিপোর্টার: পরিবেশ ও পরিকাঠামো, দুইয়ের স্বার্থে আরও বেশি করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকার৷ পরিবেশ-বান্ধব দেশের বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকেও প্রস্তাব পাঠানো হয়েছে৷ বৃহস্পতিবার বণিকসভার এক আলোচনায় রাজ্য সরকারের এই উদ্যোগের একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷
একইসঙ্গে বিদ্যুৎমন্ত্রী জানান, “স্কুল ও সরকারি বড় ভবনের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও সৌরবিদ্যুৎ চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রতিটি সরকারি ভবনে ন্যূনতম ২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ তৈরির ব্যবস্থা করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে শিল্প ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন আরও বিদ্যুৎ উৎপাদন করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে তেমনই বাড়তি অক্সিজেন পরিবেশে আসার ব্যবস্থা করা হচ্ছে৷” এদিন ফের বিদ্যুৎমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে কয়লার দাম বাড়লেও রাজ্যে বিদ্যুতের দাম বাড়ছে না৷
পরিবেশ সংক্রান্ত প্যারিস-কনভেনশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ভারতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনে৷ এজন্য প্রায় ১৭৫ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার৷ বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভায় এদিন প্রধানমন্ত্রীর সেই ঘোষণার উল্লেখ করে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বলেন, “প্যারিস ঘোষণার উল্লেখ করেই দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প রাজ্যে গড়ার জন্য কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছে৷” রাজ্যের সচেতন নাগরিকদের একটা বড় অংশই যে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে উৎসাহী তারও উল্লেখ করেন বিদ্যুৎমন্ত্রী৷
একইসঙ্গে তাপবিদ্যুতের পরিবর্তে রাজ্যে যে বিকল্প শক্তি উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়েছে তার উল্লেখ করতে এদিন পুরুলিয়ায় দু’টি নতুন পাম্প স্টোরেজ বিদ্যুৎ প্রকল্প চালু করা হচ্ছে বলেও মন্ত্রী জানান৷ এদিন সভায় কোল ইন্ডিয়ার চেয়ারম্যান সুতীর্থ ভট্টাচার্য ছাড়াও ছিলেন বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিক এবং রাজ্যের বিশিষ্ট শিল্পোদ্যোগীরাও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.