সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কী কাণ্ড! শেষমেশ প্রিয় বন্ধুই সুযোগ নিল। অন্যদিকে, যাকে বিশ্বাস করে বিয়ের জন্য রাজি হওয়া, সেও বিশ্বাসভঙ্গ করল! হ্য়াঁ, সেসেলসের এক যুবকের সঙ্গে ঘটল এমনই এক আজব ঘটনা। যা জানলে হতবাক হবে। তবে যুবকটি মন কষ্টে ভেঙে পড়েননি। বরং বুদ্ধি করে উচিত শাস্তি দিয়েছেন।
কাণ্ডটা একটু বিশদে বলা যাক। বিয়ের আসর একেবারে রেডি। সেজেগুজে বিয়েতে হাজির বর-কনে। কিন্তু বিয়ে শুরুর আগেই হবু স্ত্রীয়ের কুকীর্তি ফাঁস করল যুবক। ডিনার টেবিলে সাজিয়ে রাখলেন একের পর এক খাম। বিয়ে বাড়িতে আসা আত্মীয়দের উদ্দেশে বললেন, এই খামটা আগে খুলুন। তারপর সব বুঝতে পারবেন। নিমন্ত্রিতরা খাম খুলতেই চক্ষু চড়ক গাছ। খামের ভিতর ছিল হবু স্ত্রী ও যুবকের বন্ধুর সঙ্গমের ছবি। যুবক জানালেন, অনেক দিন ধরেই এসব চলছে। তবে আমি ঠিক করেছিলাম বিয়ের দিনই এই ঘটনার পর্দা ফাঁস করব!
খবর অনুযায়ী, এই ঘটনার পরেই নিজের বাড়ির লোকজন নিয়ে বিয়ে বাড়ি ছেড়ে চলে যান যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.