সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকীয় ব্যাপার বোধহয় একেই বলে। জন্ম থেকেই স্পটলাইটে রয়েছে সইফ আলি খান ও করিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান পতৌদি। তবে এবার তৈমুরকে নিয়ে যে কাণ্ডটি ঘটল তাতে ছোটরাও চিনে যাবে নবাব খানদানের এই রাজপুত্রকে। কারণ পতৌদি খানদানের রাজপুত্রের আদলে তৈরি হচ্ছে পুতুল। সোশ্যাল সাইটে সেই পুতুলের প্রচুর ছবিও প্রকাশ পেয়েছে। এদিকে তাঁর ছেলের আদলে তৈরি পুতুল বিক্রি করে মানুষ রোজগার করছেন, তাতে খুশি করিনা কাপূর খান।
[ ‘মোগলি’ আসছে নেটফ্লিক্সে, নেপথ্যে কণ্ঠ দিচ্ছেন একঝাঁক বলি তারকা ]
কেরলের একটি খেলনার দোকানে তৈমুরের এই পুতুল দেখা গিয়েছে। পরিচালক অশ্বিনী ইয়াদরি তার একটি ছবি টুইট করেছিলেন। সেই ছবি দেখার পরই ঝড় ওঠে ইন্টারনেটে। সইফ-করিনার ছেলে হওয়ার কারণে ইতিমধ্যেই তৈমুরের একটি ফ্যানবেস তৈরি হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে তারা সেই ছবিটি রিটুইট করতে থাকে। কেউ কেউ তো আবার সেই দোকানে গিয়ে তৈমুরের পুতুলের আরও ছবি তুলে এনেছে। সেই ছবিগুলোও ক্রমশ ভাইরাল হওয়ার পথে। নেটদুনিয়ায় এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেউ লিখছেন, ‘এটা ভাবনারও অতীত। এমনও হয়!’ কেউ আবার লিখছেন, ‘এই পুতুল কেনা নিতান্তই পাগলামির পরিচয়। কারও সন্তানের আদলে খেলনা তৈরি হবে আর লোকে সেটা কিনবে, এটি কি পাগলামি নয়?’ আবার কারও মত, ‘সইফ-করিনা এটা মেনে নিলেন কী করে?’
তবে ছেলেকে নিয়ে ফ্যানেদের এই অতিরিক্ত উৎসাহ পছন্দ নয় বলে একটি সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন সইফ৷ বলেছিলেন, আর পাঁচটা শিশুর থেকে তৈমুর একেবারেই আলাদা নয়। তা সত্ত্বেও তাঁর ছেলেকে নিয়ে এত আলোচনার কী আছে সেই প্রশ্নও অনুরাগীদের উদ্দেশে ছুঁড়ে দিয়েছিলেন তিনি৷ এও বলেছিলেন, বাবা-মায়ের মতো রুপোলি পর্দায় তৈমুর পা রাখুক, তা চান ছোটে নবাব৷
[ বিয়ের তোড়জোড় শুরু নিক-প্রিয়াঙ্কার, সংগীত অনুষ্ঠানে কোরিওগ্রাফ করবেন কে? ]
তবে শুধু তৈমুর নয়, শাহরুখপুত্র আব্রামের আদলেও বিকোচ্ছে খেলনা। তারও ছবি প্রকাশ করেছেন পরিচালক অশ্বিনী ইয়াদরি। সেই নিয়েও শুরু হয়েছে চর্চা।
Meanwhile at a toy store in Kerala… pic.twitter.com/J2Bl9UnPdT
— Ashvini Yardi (@AshviniYardi) November 19, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.