Advertisement
Advertisement
Shikhar Dhawan

প্রেমে পড়তেই ৬৯ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন ধাওয়ান, সোফির সঙ্গে সংসার পাতার প্রস্তুতি?

কেমন দেখতে বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি?

দিন কয়েক আগেই স্বীকার করেছেন আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শিখর ধাওয়ান। এবার গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন। তাহলে কি এবার সংসার পাতার পরিকল্পনা গব্বরের?

এর আগে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। অবশেষে ২০২৪ সালে শিখর-আয়েশার বিচ্ছেদ সম্পন্ন হয়।

শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। দিনকয়েক আগে একসঙ্গে ছবি দিয়ে 'মাই লাভ' বলে সবটা স্বীকারও করে নেন।

এবার গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন গব্বর। সূত্রের খবর ডিএলএফ'র সুপার লাক্সারি প্রজেক্টের অ্যাপার্টমেন্টটির দাম ৬৯ কোটি টাকা। ১৭ একর জমির উপর দাহিলাস নামের এই প্রজেক্টটি গতবছর আগস্টে শুরু হয়।

জানা যাচ্ছে, দাহিলাসে গব্বরের ফ্ল্যাটের আয়তন ৬,০৪০ স্কোয়ার ফিট। গলফ কোর্স রোডের এই প্রজেক্টকে মোট ৪২০টি আবাসন ও পেন্টহাউস আছে। সেখানেই কি শুরু হতে চলেছে গব্বর-সোফির নতুন সংসার?

সম্প্রতি বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে একটি গানের ভিডিও করেন ধাওয়ান। 'বেসোস' নামের ওই মিউজিক ভিডিওয় রীতিমতো কাউবয়ের বেশে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার।

আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি প্রোডাক্ট কনসালট্যান্ট হিসাবে কর্মরত। আপাতত দুবাইয়ে থাকেন তিনি। বছর কয়েক আগে দুবাইয়েই শিখরের সঙ্গে তাঁর আলাপ। সম্পর্কের গুঞ্জনে সিলমোহর পড়ার পর নেটদুনিয়ার প্রশ্ন, এবার কি তাহলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘গব্বর’?