Advertisement
Advertisement
Mother's Day

তোমার জন্যই সব কিছু… মাতৃদিবস উদযাপন শচীন-কোহলির, আবেগঘন বার্তা মোহনবাগানেরও

'মাতৃদিবসে ভারতমাতাকে কুর্নিশ জানাই', বার্তা মানু ভাকেরের।

মাতৃদিবস উদযাপন ক্রীড়াতারকাদের। কিংবদন্তি ক্রিকেটার শচীন তেণ্ডুলকর তাঁর মা ও পরিবারের ছবি দিয়ে লিখেছেন, 'সব কিছু তোমার প্রার্থনা আর শক্তি দিয়েই শুরু। আমার মা সব সময় আমাকে পথ দেখায়। যেভাবে সব মা তাঁর সন্তানকে পথ দেখায়। তোমাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানাই।'

বিরাট কোহলি একাধিক ছবি পোস্ট করেছেন। প্রথমটিতে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার কোলে তাঁদের মেয়ে ভামিকা। দ্বিতীয়টিতে মায়ের সঙ্গে কোহলির ছোটবেলার ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিশ্বের সব মাকে মাতৃদিবসের শুভেচ্ছা।'

মাতৃদিবসে আবেগঘন বার্তা মোহনবাগানের। মা ও পরিবারের সঙ্গে শুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাস, মনবীর সিংয়ের ছবি কোলাজ করে পোস্ট করেছে তারা। আরেকটি ছবিতে সবুজ-মেরুন ফ্ল্যাগের মধ্যে লেখা 'মা'। সঙ্গে ক্যাপশন, 'মায়ের সমান মোহনবাগান'।

সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। ইনস্টা স্টোরিতে পাঁচটি ছবি পোস্ট করেছেন তিনি। স্ত্রী রীতিকা যেমন সেখানে আছেন, তেমনই আছেন রোহিতের মা। আবার আছে পৃথিবীর ছবিও।

এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল বন্ধ। ভারতমাতাই আমাদের মা- সেই কথা মনে করিয়ে পোস্ট চেন্নাই সুপার কিংসের। অন্যদিকে নাইট রাইডার্স মা-ছেলের ছবি দিয়ে লিখেছে, 'মায়ের বিশ্বাসে সব শিশুর স্বপ্নপূরণ হয়'। মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে, আইপিএলের অন্য দলগুলোও।

প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং মা, স্ত্রী ও পরিবারের আরও অনেক সদস্যের সঙ্গে ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'মায়েরা খুব বেশি কিছু চায় না। কিন্তু সব সময় ভালোবাসা, শক্তি, ধৈর্য্য দিয়ে ও স্বার্থহীনভাবে পরিবারকে আগলে রাখে। সেভাবে বড় হয়ে উঠতে পেরে গর্বিত।'

প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, 'যখন ছোট ছিলাম, তখনও তোমার কোলে বসতাম। আজ যখন আমার সন্তান রয়েছে, তখনও তোমার কোলে বসছি।'

অলিম্পিক পদকজয়ী শুটার মানু ভাকের লিখেছেন, 'দেশের সেনারা অসীম সাহসের সঙ্গে লড়ছেন। এবার আমাদের দায়িত্ব তাঁদের সম্মান জানানো। এই মাতৃদিবসে ভারতমাতাকে কুর্নিশ জানাই।'