৯ দিন বিরতির পর শুরু হচ্ছে আইপিএল। মাঝের ছবি কিছুটা বদলে গিয়েছে। ভারত-পাক সংঘর্ষবিরতির পর অনেকেই দেশে ফিরে গিয়েছে। তাঁদের অনেকেই আর ফেরেননি। চোট-আঘাতের সমস্যাও আছে। সেই জায়গাই বিকল্প হিসেবে যাঁরা এসেছেন, রইল তাঁদের তালিকা।
পাঞ্জাব কিংস: হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে লকি ফার্গুসন। সেখানে এসেছেন কাইল জেমিসন। অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েলের বদলি মিচেল আওয়েন।
গুজরাট টাইটান্স: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সেই জন্য ভারত ছেড়েছেন জস বাটলার। তাঁর বদলে খেলবেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।
লখনউ সুপার জায়ান্টস: চোটের জন্য প্রথমদিকে ছিলেন না ময়ঙ্ক যাদবের। ফিট হয়ে এসে কয়েকটি ম্যাচ খেললেও ফের পিঠে চোট পান। তাঁর বিকল্প হিসেবে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের উইলিয়াম ও'রুরকে-কে।
মুম্বই ইন্ডিয়ান্স: জাতীয় দলের ম্যাচ খেলার জন্য ফিরবেন না রায়ান রিকেলটন। তাঁর জায়গায় দেখা যাবে ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনকে।
মুম্বই ইন্ডিয়ান্স: আরেক ইংরেজ উইল জ্যাকসের বিকল্প হিসেবে জনি বেয়ারস্টোর নাম ঘোষণা করা হয়েছিল। তবে মুম্বইয়ের হয়ে বাকি তিনটি ম্যাচ খেলবেন জ্যাকস। কিন্তু প্লে অফে পাওয়া যাবে না তাঁকে।
দিল্লি ক্যাপিটালস: ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার জেক ফ্রেসার ম্যাকগুর্ক। সেই জায়গায় খেলবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.