ফোন ছাড়া ঘর থেকে বেরনো? এখন তা অসম্ভব। সঙ্গে আর কিছু থাক বা না থাক, মোবাইল প্রতি মুহূর্তে লাগবেই লাগবে।
সামনের দোকান থেকে টুক করে কিছু কিনতে হবে, অনেকেই সেক্ষেত্রে এখন ব্যাগ নেন না। ফোনের কভারের ভিতরেই রাখেন টাকা। আর এতেই লুকিয়ে বিপদ। জানেন কী কী হতে পারে এর ফলে?
কভারে টাকা রাখলে শুধু ফোনের ক্ষতি নয়, বিস্ফোরণও হতে পারে।
ফোনের পিছনে টাকা বা অন্য যে কোনও সামগ্রী রাখা হলে প্যানেলটি গরম হলে তাপ বেরতে পারে না। ফলে খুব অল্প সময়ে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।
ফোনে চার্জ দেওয়ার সময় এমনিতেই গরম হয়ে যায়। কভারে কিছু রাখা থাকলে তাপ আটকে যায়। ফলে বিস্ফোরণও ঘটতে পারে। তাপ আটকে থাকলে ফোন স্লো হওয়ার সম্ভাবনা প্রবল।
তবে শুধু যে এহেন ক্ষতি তা-ই নয়, বর্তমানে সকলেই বাহারি কভার ব্যবহার করেন। কেউ আবার ফোনের সৌন্দর্য মাথায় রেখে ট্রান্সপারেন্ট কভার কেনেন। কিন্তু তাতে টাকা, কার্ড বা টিকিট জাতীয় কিছু রাখলে তা ফোনের শোভা কমায়।
তাই চেষ্টা করুন, ফোনের কভারে কোনও কিছু না রাখার। তাতে ফোন সুরক্ষিতও থাকবে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.