Advertisement
Advertisement
Nusrat Jahan

গ্লেনারিজ, কাঞ্চনজঙ্ঘা, মোমোয় মজে নুসরত, বিচ্ছেদ গুঞ্জনকে তুড়ি মেরে ওড়ালেন ‘ঈশানের মা’

নুসরতের ফ্রেমে ফুটে উঠল একটুকরো দার্জিলিং।

বুধবার সকাল থেকেই তারকাজুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া! সত্যিই কি যশ-নুসরতের সম্পর্কে ‘আড়ি’? জল্পনার সূত্রপাত, টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নাকি একে-অপরকে আর ইনস্টায় ফলো করছেন না!

যদিও 'আড়ি' অভিনেতা বিচ্ছেদের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সাফ জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণেই তাঁর প্রোফাইল থেকে নুসরতকে ফলো করা যাচ্ছে না। তাঁদের মধ্যে কোনও সমস্যাই নেই। কিন্তু নেটপাড়া নুসরতকে নিয়ে আরও কৌতূহলী।

জিশানের মা-বাবা এই প্রথমবার আলাদাভাবে বেড়াতে গিয়েছেন। আর সেই ইঙ্গিত পেতেই একাংশের অনুমান, তাহলে সম্ভবত যশ-নুসরতের সম্পর্কে ফাটল ধরেছে! এমন জল্পনা নিয়ে যখন নেটপাড়ায় কৌতূহলের অন্ত নেই। তখন নুসরত মজে দার্জিলিং ট্যুরে।

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। সেখানেই দেখা গেল, কখনও পথসারমেয়কে ভালোবাসার ওমে মুড়ে দিচ্ছেন তো কখনও বা আবার গ্লেনারিজের আলো ঝলমলে পরিবেশে মজেছেন অভিনেত্রী।

কোনও ফ্রেমে আবার তুলে ধরলেন তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে। ছেলে জিশানের সঙ্গে খুনসুঁটি করতেও দেখা গেল নুসরতকে। আসলে মা-বাবা এবং বোনকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী।

আর সেখানে গিয়েই পাহাড়ি খানাপিনায় মজেছেন নুসরত। কখনও মোমোর স্বাদে মজেছেন তো কখনও বা আইসক্রিমে। নায়িকা আসলে খাদ্যরসিক। তাই ঘুরতে গিয়েও রসনাতৃপ্তি থেকে নিজেকে বঞ্চিত করেননি।

এদিকে ইনস্টাগ্রামে আনফলো করার খবর চাউর হতেই নেটপাড়ায় প্রায় তোলপাড় হয়ে যাওয়ার জোগাড়! কিন্তু নুসরত রয়েছেন দিব্যি। বরাবরই এসব গুজবে কান দেন না তিনি। কটাক্ষ, ট্রোল-মিমকেও পাত্তা না দিয়ে নিজের শর্তে বাঁচেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সপরিবারে শৈলশহরে যে দারুণ মুহূর্ত উপভোগ করছেন নায়িকা, সেটা তাঁর 'ফটো ডাম্প' পর্ব দেখেই বেশ ঠাহর করা গেল। (ছবি- ইনস্টাগ্রাম)