৫৮তম বর্ষে বেহালা নস্করপুর সর্বজনীনের থিম 'হুঁকো মুখো হ্যাংলা'।
নামেই বোঝা যাচ্ছে, মণ্ডপসজ্জার প্রধান উপকরণ হুঁকো। গোটা বিশ্বে বিভিন্ন নামে পরিচিত এই ধূমপায়ী যন্ত্রটি।
অভিনব শিল্প সমৃদ্ধ চিন্তাধারার মাধ্যমে ধূমপান মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে থিম ভাবনা। সৃজনে শিল্পী বিভাস মুখোপাধ্যায়।
সুকুমার রায়ের কবিতা অবলম্বনে থিমের নাম 'হুঁকো মুখো হ্যাংলা'।
অভিনব ভাবনা দিয়ে পুজোর শহরে অন্যদের টক্কর দিতে তৈরি হচ্ছে বেহালা নস্করপুর সর্বজনীন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.