করোনাতঙ্কে গত দু'বছর ধুমধাম করে রথযাত্রা পালন করা সম্ভব হয়নি। তবে এবার পুরীতে ফিরল চেনা ছবি। ঐতিহ্যবাসী রথযাত্রা উৎসবে কাতারে কাতারে ভক্তরা ভিড় জমিয়েছিলেন।
কলকাতার শোভাবাজার রাজবাড়িতে রথযাত্রা ও কাঠামো পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন।
জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা মানেই কচিকাঁচাদের আনন্দ উৎসব। প্রতিবারের মতো বাজার থেকে রথ কিনে ফুল-মালা দিয়ে তা সাজিয়ে ফেলল তারাও।
রথযাত্রায় ওড়িশার সমুদ্র সৈকতে কোনও বালির শিল্প প্রদর্শন হবে না, তাও কি হয়? একেবারেই নয়। অন্যান্য বারের মতো এবারও শিল্পী সুদর্শন পট্টনায়েক বানিয়ে ফেললেন বালির জগন্নাথ।
রথেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। শহর পুরুলিয়ার নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের পরিবার উৎসবের আমেজ। ছবি: সুনিতা সিং।
আজ থেকেই দেশে নিষিদ্ধ করা হয়েছে সিঙ্গল ইউজ প্লাসটিক। বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকও নিজের সৃজনের মাধ্যমে এবার সেই বার্তাই দিলেন।
মাহেশের রথযাত্রার উৎসবে শামিল কামারহাটির বিধায়ক মদন মিত্রও। দিনের পুজো।
কলকাতার রাজপথে এক কোটির রথ। ভিড় জমালেন ভক্তরা।
কলকাতার ইসকনে জগন্নাথ-বলরাম-সুভদ্রার পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.