স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ছোঁয়া বড় ম্যাচে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বল এসেছিল মহাকাশ থেকে। রাশিয়া বিশ্বকাপের আয়োজকদের সেই উদ্যোগে রীতিমতো চমকে গিয়েছিল ফুটবলবিশ্ব। এবার সেই ছোয়া কলকাতা ফুটবল লিগেও। রবিবার মরশুমের প্রথম বড় ম্যাচেও বল আসবে আকাশ থেকে। তবে এবার কোনও স্পেস স্টেশন নয়। বল আসবে হেলিকপ্টার থেকে।
চিলি থেকে একজন বিশিষ্ট প্যারাগ্লাইডারকে আনছে কলকাতা লিগের অন্যতম এক স্পনসর। বড় ম্যাচের আগে তিনি হেলিকপ্টার থেকে প্যারাগ্লাইড করে বল নিয়ে আসবেন মাঠে। এরপর সেই বল রাখা হবে সাইড লাইনের ধারে বল স্ট্যান্ডে। তারপর টানেল থেকে দুই দলের ফুটবলারদের সঙ্গে বেরিয়ে সেই বল নিয়ে মাঠে ঢুকবেন রেফারি।
সোমবার বিকেলে দুই বড় ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বড় ম্যাচ আয়োজন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। ঠিক হয়েছে বৃহস্পতিবার থেকে দুই প্রধানের তাঁবু, আইএফএ অফিস এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের এক ও চার নম্বর গেট থেকে পাওয়া যাবে বড় ম্যাচের টিকিট। যার দাম ঠিক হয়েছে ১০০, ২০০, ৫০০ ও ৮০০ টাকা। এছাড়া ইতিমধ্যেই একটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে আইএফএ। যাঁরা অনলাইন টিকিট কেটেছেন, তাঁরা তার প্রমাণ দিয়ে যুবভারতীর এক ও চার নম্বর গেট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
ম্যাচের শৃঙ্খলা বজায় রাখতে শেষ কয়েকবছরের মতো এবারও যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করছে আইএফএ। দুই দলের কোচ ও অধিনায়করা শুক্রবার দর্শকদের মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করবেন। আইএফএর তরফেও সমর্থকদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হয়েছে। বড় ম্যাচের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে কলকাতা পুলিশের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.