ভক্তের প্রশ্নের মুখে শাদাব খান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান (Shadab Khan)। এক মহিলা ভক্ত প্রথমে তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। তার পরেই এমন প্রশ্ন ছুড়ে দেন, যার জন্য মোটেও তৈরি ছিলেন না পাক অলরাউন্ডার।
মহিলা ভক্ত ও শাদাব খানের কথোপকথনের ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ধরে নেওয়া হচ্ছে, ইংল্যান্ডেই শাদাব খানের সঙ্গে মহিলা ভক্তের কথাবার্তা হয়েছে। কারণ পাক দল এখন ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা ভক্ত শাদাব খানের সঙ্গে ছবি তুলতে আসেন। তার পরেই শাদাব খানকে অপ্রস্তুত করে দিয়ে প্রশ্ন করেন, ”আপনি এত ছক্কা খান কেন?”
মহিলা ভক্তের এমন প্রশ্ন শোনার পরে শাদাব খান অপ্রস্তুত হয়ে যান। কোনও উত্তর তিনি দিতে পারেননি। সেই মহিলা ভক্ত থামার পাত্রী নন। উলটে শাদাব খানকে পরামর্শ দিয়ে বলছেন, ”ফর্মে ফিরুন। পারফর্ম করতে হবে তো। উইকেট নিতে হবে যে।” এমন সব প্রশ্নের সামনে পড়ে হতভম্ব হয়ে যান শাদাব খান।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্যে প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ মন্দ আবহাওয়ার জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড।
A fan trolled Shadab Khan in front of him, saying, “Aap itne Chakke kyu kha rhe hai?” Shadab Khan remained silent. pic.twitter.com/DusFQi2y5p
— Vipin Tiwari (@Vipintiwari952_) May 29, 2024
৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান। ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপের আগে শাদাব খান-সহ অন্যান্য ক্রিকেটারদেরও ফর্মে ফেরাটা জরুরি বলে মনে করেন পাক ভক্তরা। সেই কারণেই মহিলা ভক্তটি শাদাব খানের কাছে এহেন অনুরোধ করে বসেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.