সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে তুমুল রাজনৈতিক অস্থিরতা। প্রাণভয়ে প্রতিবেশী দেশে পালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই ইতিহাস গড়ল বাংলাদেশের ক্রিকেট দল। প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতে নিল টাইগার ব্রিগেড। ১০ উইকেটে প্রতিপক্ষকে দুরমুশ করলেন শাকিব আল হাসানরা। ২৪ বছরে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে কোনও টেস্ট জিতল বাংলাদেশ।
দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ। দেশে প্রবল রাজনৈতিক অশান্তির মধ্যে সিরিজ খেলতে পৌঁছন নাজমুল হোসেন শান্তরা। টেস্ট ম্যাচ চলাকালীন খুনের মামলা দায়ের হয় শাকিবের বিরুদ্ধে। ম্যাচের মধ্যে থেকেই শাকিবকে দেশে ফেরত এনে বিচারপ্রক্রিয়া শুরুর দাবিতে সরব বাংলাদেশের আমজনতা। এতসব প্রতিকূলতার মধ্যেই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। এর আগে সবমিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে তারা। মাত্র একবার ড্র হয়েছে দুই দলের খেলা। বাকি প্রত্যেকবারই পাকিস্তান জিতেছে।
দেশের ডামাডোলের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামেন মুশফিকুর রহিমরা। প্রথমে বল করতে নেমে বেশ চাপে পড়ে যায় টাইগার বাহিনী। সউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরির দাপটে ৪৪৮ রান তোলে পাকিস্তান। তার পরে ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক শান মাসুদ। তবে বড় রানের চাপে ভেঙে পড়েনি বাংলাদেশের ব্যাটিং। মুশফিকুরের ১৯১ রানের পরে ৫৬৫তে অলআউট হয় বাংলাদেশ।
তবে দলের জয় নিশ্চিত করেন দুই বঙ্গ স্পিনার। মেহদি হাসান মিরাজ আর শাকিবের ঘূর্ণিতে সাত উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাক ব্যাটিং। জেতার জন্য প্রয়োজনীয় রান মাত্র সাত ওভার সময় লাগে বাংলাদেশের। কোনও উইকেট না হারিয়েই ৩০ রান তুলে ফেলেন দুই ওপেনার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখেন নতুন অধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.