সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে বড় রান তোলেন ভারতীয় উইকেটকিপার। তাঁর ফর্ম আশ্বস্ত করবে রোহিত শর্মাকে। সেই সঙ্গে দুশ্চিন্তায় ফেলছে বিপক্ষের অধিনায়কদের। যেমন প্যাট কামিন্সকে। বর্ডার গাভাসকর ট্রফিতে পন্থ ‘চুপ’ রাখাই লক্ষ্য অজি অধিনায়কের।
২০২০-’২১ সালের অস্ট্রেলিয়া সফরে যাঁর ব্যাটিং এখনও ভোলা যায়নি। কে ভুলেছে ব্রিসবেনে পন্থের সেই ম্যাচ জেতানো অবিস্মরণীয় ইনিংস? প্যাট কামিন্সও নিশ্চয়ই ভোলেননি। অজি অধিনায়ক বলছেন, “ঋষভের অসাধারণ রিভার্স শট খেলতে পারে। সেটা তো ঋষভের একটা সামান্য অংশ। আমরা ধীরে ধীরে এটার সঙ্গে মানিয়ে নিয়েছি। কারণ ওর কিছু অদ্ভুত শট এখন সাধারণ হয়ে গিয়েছে। প্রতিটা সিরিজেই পন্থ প্রভাবশালী ভূমিকা রাখে। আমাদের চেষ্টা হবে ওকে চুপ করিয়ে রাখা।”
তবে তারাও পালটা অস্ত্র মজুত করে রেখেছন। ঋষভের বিপরীতে কামিন্সের বাজি ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ। তিনি বলেন, “আমার মতে, প্রতিটা দলেই এরকম দুয়েকজন প্লেয়ার আছে, যারা ম্যাচের উপর কর্তৃত্ব ফলাতে পারে। আমাদের দলেও যেমন ট্র্যাভিস হেড আর মিচেল মার্শ আছে। এরা খুবই আগ্রাসী। বিপক্ষ সামান্য জায়গা ছাড়লেই এরা ম্যাচ ঘুরিয়ে দেবে।”
বছরের শেষেই অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। এ বছরের ২২ নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। গত কয়েক বছর সিরিজ শুরু হয়েছিল ব্রিসবেনে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। যা দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট। গত অস্ট্রেলিয়া সফরের দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তার পর দুরন্ত কামব্যাক করে সিরিজ জিতে নেয় ভারত। এবারও ট্রফিজয়ের আশায় রয়েছেন দেশের ক্রিকেটভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.