ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে টেস্ট সিরিজে পর্যদুস্ত হওযার পর প্রবল সমালোচনার মুখে পড়ছে বহু চর্চিত ‘বাজবল’ (Bazball)। যা কি না টেস্টে অতি আক্রমণাত্মক ক্রিকেট। বলা হচ্ছে, ‘বাজবল’কে গুঁড়িয়ে দিয়ে চলে গিয়েছে ভারত। এবার ‘বাজবল’-এর ‘জনক’ যিনি, সেই ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) পর্যন্ত বলে দিলেন, সেই থিওরিতে কিছু অদলবদল দরকার।
প্রথম টেস্টে জিতেও পাঁচ ম্যাচের সিরিজে (India vs England) ৪-১ হেরেছে ইংরেজ বাহিনী। তার পরে বেন স্টোকসদের হেডস্যার ম্যাকালামের কথায়, ‘‘কখনও কখনও ভুলভ্রান্তি করেও পার পেয়ে যাওয়া যায়। কিন্তু সিরিজের শেষ দিকে আমরা যে ভাবে বেআব্রু হয়ে গিয়েছি, তার পর বাজবল নিয়ে ভাবনাচিন্তা করা দরকার। কিছু বদলও আনা প্রয়োজন। যাতে আমরা যে থিওরি বিশ্বাস করে এগোচ্ছি, সেই অনুযায়ী চলা যায়।’’
ম্যাকালামের ডাকনাম ‘বাজ’। যা থেকে ‘বাজবল’। কিন্তু ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি যা, তাতে সেই থিওরির প্রশংসা নয়, নিন্দাই চলছে সর্বত্র। ‘‘সিরিজ যত এগিয়েছে, তত আমাদের ম্রিয়মান লেগেছে। তত আমরা পথ হারিয়ে ফেলেছি। ভারতীয় ব্যাটিং আমাদের যে চাপের মুখে ফেলেছে, তা সামলাতে পারিনি। বল হাতে তো বটেই, ব্যাট হাতেও আমাদের প্রবল চাপে ফেলে দিয়েছিল ওরা,’’ স্বীকার করে নিয়েছেন ম্যাকালাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.