সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। দুবাইয়ে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিরা আগেভাগেই দুবাই চলে এসেছে। প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন স্টিভ স্মিথরা। তবে সেখানে একটা বদল আছে। চোট পাওয়া ম্যাট শর্টের বদলে দলে ডাক পেলেন স্পিন অলরাউন্ডার কুপার কনোলি।
রবিবার নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ৫ উইকেট বরুণের, ২ উইকেট কুলদীপের। দুবাইয়ের এই মাঠেই রোহিতদের মুখোমুখি হবেন ট্রাভিস হেডরা। ফলে স্পিন অস্ত্রে শান দিয়ে রাখছে তারা। আবার একই সঙ্গে কুলদীপকে সামলানোর জন্য নেটে ডাকা হয়েছে দুজন ‘চায়নাম্যান’ স্পিনারকে। স্মিথরা একটা ব্যাপার বুঝে গিয়েছেন, দুবাইয়ে ভারতীয় স্পিনারদের সামলানো বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তাই কোনওরকম সময় নষ্ট না করে রবিবার প্র্যাকটিসে বেশিরভাগ সময়টাই অস্ট্রেলীয় ব্যাটাররা ব্যস্ত রইলেন স্পিন খেলতে।
যার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের তরুণ স্পিনার হর্ষিত শেঠও ছিলেন। বেশ কয়েকজন অফস্পিনারও ছিলেন। নেট বোলারদের একটা বিশেষ লাইন লেংথে বোলিং করতে বলা হয়। অস্ট্রেলিয়া ব্যাটাররা ক্রমাগত ড্রাইভ, ফ্লিকের মহড়া চালিয়ে গেলেন। ম্যাচে যেরকম ব্যাটিং অর্ডার হয়, সেই অনুযায়ীই এদিন প্র্যাকটিসে ব্যাটিং করে যান স্মিথরা। ট্রাভিস হেড আর স্মিথ একটু কম সময় ব্যাটিং করলেন।
তবে হেডের সঙ্গে ওপেন করবেন কে, সেই প্রশ্ন রয়েই গেল। চোটের জন্য ছিটকে গিয়েছেন ম্যাট শর্ট। সেই জায়গায় ডাক পেলেন কুপার কনোলি। তিনি অবশ্য সফরকারী রিজার্ভ দলেই ছিলেন। তাঁর অন্তর্ভুক্তির ছাড়পত্র দিয়েছে আইসিসি। অজিরা বিকল্প হিসেবে আনতে পারতেন জেক ফ্রেসার ম্যাকগার্ককেও। কিন্তু স্পিন অলরাউন্ডার কুপারের অন্তর্ভুক্তিতে মনে হচ্ছে, বাড়তি স্পিনার নিয়েই খেলতে পারে অস্ট্রেলিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.