সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ কি অপহৃত? ভারতের তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে এক ব্যক্তিকে হাত-মুখ বেঁধে ধরে নিয়ে যাচ্ছে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে জল্পনা।
যে ব্যক্তির হাত-মুখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, তাঁর সঙ্গে কপিল দেবের চেহারার বেশ মিল রয়েছে। আর গম্ভীরের পোস্ট করা এই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়া উত্তাল। এটা কি কোনও বিজ্ঞাপনের স্টান্ট? নাকি সত্যিই কপিলকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে কেউ? প্রশ্ন উঠে গিয়েছে কপিলের নিরাপত্তা নিয়েও। গম্ভীর স্বয়ং টুইট করে লিখেছেন, ”এই ভিডিও ক্লিপ কি আর কেউ পেয়েছেন? আশা রাখি এই ব্যক্তি সত্যিকারের কপিল দেব নন? আশা রাখব কপিল ভালই আছেন।”
Anyone else received this clip, too? Hope it’s not actually @therealkapildev 🤞and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023
গম্ভীরের এহেন ভিডিও দেখার পরে অনেকেই সত্যিটা জানার চেষ্টা করছেন। অনেকেই মনে করছেন, এটা বিজ্ঞাপনের শুটিং। নেটিজেনদের অনেকেই বলছেন, এ বিশ্বাসযোগ্য মোটেও নয়। আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, কোনও বিজ্ঞাপন শীঘ্রই আসতে চলেছে হয়তো।
Advertisment 😅
— Abhishek Ojha (@vicharabhio) September 25, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.