সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টির জন্য বিরাট কোহলি (Virat Kohli) আর রোহিত শর্মাকে (Rohit Sharma) ভাবছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাঁদের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুনদের সুযোগ দেওয়া হবে। বিশ্বকাপের পর থেকে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। কিন্তু একটি ম্যাচেও কোহলিকে দেখা যায়নি।
ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) মনে করেন, কোহলির ক্ষেত্রে বিসিসিআই ও নির্বাচকদের আরও একটু স্বচ্ছতার দরকার ছিল।
আইপিএল ২০২৩-এ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন হরভজন সিং। তিনি বলছেন, ”নির্বাচকরা কী চান, কী করতে চান, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু বিশ্বকাপ যদি জিততে না পারি, তাহলে চাপ বাড়তে থাকে। আর এর প্রভাব পড়ে সিনিয়রদের উপরে। আমরা বলে থাকি, প্রতিষ্ঠিত তারকারা যদি জিততে না পারে, তাহলে তরুণ ক্রিকেটারদের নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই। কিন্তু বিরাটের ক্ষেত্রে কেবল মাত্র ফর্মের ভিত্তিতে ওকে সাইডলাইন করা উচিত নয়।”
ভাজ্জি আশা করেন, বিসিসিআই দেশের প্রাক্তন অধিনায়কদের প্রতি শ্রদ্ধাশীল হবে। যাই সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা যেন স্পষ্ট ভাবে জানানো হয় সিনিয়র ক্রিকেটারদের। হরভজন বলেন, ”আমাদের আগে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে সংবাদপত্র থেকে জানতে পেরেছিলাম আসল সত্যি। কোহলির ক্ষেত্রে এমনটা হওয়া কাঙ্খিত নয়। খেলোয়াড়কে শ্রদ্ধা জানানো উচিত-সেটা রোহিত, কোহলি বা অন্য কেউ হতে পারে। যোগাযোগটাই আসল। নির্বাচক ও খেলোয়াড়দের মধ্যে সুস্থ সম্পর্ক তৈরি হতেই পারে। কিন্তু কাউকে বাদ দিয়ে বা সরিয়ে দিয়ে যদি জানানো না হয়, তাহলে তা অত্যন্ত দৃষ্টিকটু।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.