সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মাঝেই চিরঘুমে বিষাণ সিং বেদী। মঙ্গলবার চোখের জলে তাঁকে চিরবিদায় জানালেন কপিল দেব। এদিন শেষকৃত্যে শামিল হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক।
সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘সর্দার অফ স্পিন’ বিষাণ সিং বেদী। এদিন শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। কিংবদন্তি তারকাকে শেষবিদায় জানাতে হাজির হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ, আশিস নেহেরা, অজয় জাদেজা থেকে মুরলী কার্তিক, কীর্তি আজাদ, মদন লালরা। কান্নায় ভেঙে পড়েন কপিল দেব। উপস্থিত ছিলেন মনসুর আলি খানি পতৌদির স্ত্রী তথা অভিনেত্রী শর্মিলা ঠাকুরও। বেদীপুত্র অঙ্গদের প্রতি সহানুভূতি জানান তিনি। চোখের জল বাধ মানেনি অঙ্গদের স্ত্রী নেহা ধুপিয়ারও। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শেষকৃত্যে হাজির থাকা বিশিষ্টদের সেসব ছবি।
১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের (India) হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ১০টি ওয়ানডে ম্যাচে সাতটি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ জয়ে বিষাণ সিং বেদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাতাত্তরে থামল তাঁর জীবন। বিগত বেশ কয়েক বছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। ২০২১ সালের দিকে তাঁর হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। এর পর থেকে বাড়িতেই থাকতেন তিনি। আর গতকাল, সোমবার প্রয়াত হন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.