সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) মানেই টানটান উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতা। একে অপরকে টক্কর দিয়ে ম্যাচ জেতার লড়াই। তবে হাড্ডাহাড্ডি ম্যাচের মধ্যেও স্পোর্টসম্যান স্পিরিট বাঁচিয়ে রাখেন কয়েকজন ক্রিকেটার। সেরকম ঘটনার সাক্ষী থাকল এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর পর্যায়ের ভারত-পাক মহারণ। চোট পেয়ে রক্ত ঝরতে থাকা পাক ক্রিকেটারকে দেখতে ছুটে গেলেন ভারতীয় ক্রিকেটার। নেটদুনিয়ার মন জিতে নিল এই দৃশ্য।
ঘটনার সূত্রপাত পাকিস্তান ব্যাটিংয়ের সময়ে। তিন উইকেট হারিয়ে ধুঁকছে পাক ইনিংস। সেই সময়ে রবীন্দ্র জাদেজার বলে সুইপ মেরে রান করতে যান পাক ব্যাটার আগা সলমন (Agha Salman)। বল ব্যাটের কাণায় লেগে সোজা এসে লাগে সলমনের ডান চোখের তলার। হেলমেট না পরেই ব্যাট করছিলেন তিনি। দ্রুত গতিতে ধেয়ে আসা বল লেগে সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে থাকে আগার চোখের তলা থেকে।
এই দৃশ্য দেখেই উইকেটের পিছন থেকে ছুটে আসেন ভারতের উইকেটকিপার কে এল রাহুল (KL Rahul)। রক্ত ঝরতে থাকা সলমনের সঙ্গে কথা বলেন। চোট কতখানি গুরুতর, সেই নিয়েও কথা বলেন। সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। রাহুলের এই আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই মনে করিয়ে দেন এশিয়া কাপের গ্রুপ পর্বের ভারত-পাক ম্যাচের ঘটনা। ওই ম্যাচে ইশান কিষানকে আউট করে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন পাক পেসার হ্যারিস রউফ। কিন্তু সেই চির প্রতিদ্বন্দ্বীকেই চোট পেতে দেখে ছুটে এলেন ভারতের রাহুল।
Nice gesture from KL Rahul.
When the ball hit, he straight to go Salman Agha and checking him. pic.twitter.com/sZvZjxlvwx
— CricketMAN2 (@ImTanujSingh) September 11, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.