সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিও (Virat Kohli) ভুল করেন! আহমেদাবাদের বারুদে ঠাসা ম্যাচের আগে ভুল জার্সি পরে মাঠে নেমে পড়েন কোহলি। পরে নিজের ভুল বুঝতে পেরে আবার জার্সি পরিবর্তন করেন বিরাট। কিন্তু ততক্ষণে নেটদুনিয়ায় বিরাটের ছবি ছড়িয়ে পড়ে। ভুলবশত সাদা স্ট্রাইপ দেওয়া টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নেমে পড়েছিলেন কোহলি। পরে নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ভারতের তেরঙ্গা স্ট্রাইপ দেওয়া জার্সি পরে নেন বিরাট।
এদিকে রোহিত শর্মা (Rohit Sharma) স্রোতের বিপরীতে সাঁতার কাটলেন। আহমেদাবাদে টস জিতে রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে সবকটি ভারত-পাক ম্যাচে যে অধিনায়ক টস জিতেছেন, সেই অধিনায়কই প্রথমে ব্যাটিং নিয়েছেন। কিন্তু হিটম্যান এবার টস জিতে প্রথমে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নেন। এতদিন পর্যন্ত দুদেশের কোনও অধিনায়কই ভারত-পাক ম্যাচে টস জিতে ফিল্ডিং নেননি। এবারই ব্যতিক্রম। এখনও পর্যন্ত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে সাতবারই ভারত জিতেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.