সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ হচ্ছেন ঋষভ পন্থ। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। আর নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে হাইয়ের ডিভাইডারে। কোনওক্রমে প্রাণ বাঁচে ভারতীয় উইকেটকিপারের। প্রথমে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে উড়িয়ে আনা হয় মুম্বইয়ে। বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি পন্থ (Rishabh Pant)। দিন কয়েক আগেই লিগামেন্টে টানা তিন ঘণ্টার অস্ত্রোপচার হয় তাঁর। তারপর প্রথমবার সাপোর্টে ভর করে বিছানা ছেঁড়ে উঠেও দাঁড়িয়েছিলেন ২৯ বছরের তারকা। ডাক্তাররা জানিয়েছিলেন, তাঁর ডান পায়ের তিনটি লিগামেন্টই ক্ষতবিক্ষত। অস্ত্রোপচারের কাজ সবে অর্ধেক হয়েছে। আগামী ছ’সপ্তাহের মধ্যে ফের ছুরিকাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে পন্থের সামনে হাজির হবেন চিকিৎসকরা। কিন্তু এবার ডাক্তারদের দাবি, আর কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। পর্যাপ্ত বিশ্রাম আর ওষুধেই ধীরে ধীরে কাজ হবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতিটি লিগামেন্টেই চোট পেয়েছিলেন পন্থ। প্রয়োজনীয় বড় অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আর নতুন করে অপারেশনের দরকার নেই বলেই আশাবাদী চিকিৎসকরা। তবে আগামী দু’সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। তারপর পরিস্থিতি বুঝে তাঁকে ছুটি দেওয়া হবে।
লিগামেন্টের ক্ষত সেরে যাওয়ার পর রিহ্যাব শুরু হবে পন্থের। বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবি, ওষুধ আর বিশ্রামে ছ’সপ্তাহে সেই চোট ঠিক হয়ে যাবে। তারপরই রিহ্যাব শুরু সম্ভব। তাহলে কবে মাঠে ফিরবেন তিনি? কারণ ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন পন্থ। শোনা গিয়েছিল, চলতি বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপেও হয়তো খেলা হবে না তাঁর। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, চার থেকে ছয় মাস পর বাইশ গজে নামতেও পারেন পন্থ। যদিও পুরোটাই নির্ভর করছে তাঁর রিহ্যাব ও কাউন্সেলিং কতটা সফলভাবে হচ্ছে, তার উপর।
গত সোমবারই দুর্ঘটনার পর প্রথমবার মুখ খোলেন পন্থ। ভারতীয় বোর্ড ও বিসিসিআই সচিব জয় শাহকে ধন্যবাদ জানিয়ে ঋষভ টুইট করে জানিয়েছিলেন, “বিসিসিআই, জয় শাহ ও সমস্ত সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানাই। অন্তরের অন্তস্থল থেকে আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার সতীর্থ, চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁরা আমাকে বারবার উৎসাহ জুগিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি মাঠে নেমে সকলের সঙ্গে দেখা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.