সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের ড্রেসিংরুমে রোহিতের অনুপস্থিতি যে পাহাড়প্রমাণ শূন্যতা তৈরি করবে সেটা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না বোধ হয়। আসলে গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে নিজেকে নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন রোহিত। বিশেষ করে অধিনায়কত্ব পাওয়ার পর নিজেকে তরুণ প্রজন্মের কাছে রীতিমতো কাছের ‘দাদা’ হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন হিটম্যান। রোহিতের অবসরে তাই মন খারাপ টিম ইন্ডিয়ার।
ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ ঋষভ পন্থ সোশাল মিডিয়ায় বলছিলেন, “তোমার উপস্থিতি এবং প্রভাব ড্রেসিংরুমে চিরদিন প্রতিধ্বনিত হবে। তোমার জন্য ভালোবাসা রোহিত ভাই।” ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেল বললেন, “তুমি বরাবর আমার প্রথম অধিনায়ক থাকবে। অবসর জীবন ভালো কাটুক রোহিত ভাই।” যশস্বী জয়সওয়াল বললেন, “রোহিত ভাই তোমার সঙ্গে পিচে একসঙ্গে খেলার সুযোগ পাওয়াটা আশীর্বাদ ছাড়া কিছুই নয়। সবকিছুর জন্য ধন্যবাদ।” হিটম্যানের অবসর নিয়ে বার্তা এসেছে কোচ গৌতম গম্ভীরের তরফেও। তিনি বলছেন, রোহিত একটা রত্ন। সত্যিকারের কিংবদন্তি।
রোহিতকে অবসরের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রাক্তনরাও। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছিলেন, “দুর্দান্ত টেস্ট কেরিয়ার। অবসরের জন্য শুভেচ্ছা।” যুবরাজ সিং বলছিলেন, “টেস্টে সফল হতে হলে মানসিক দৃঢ়তা, ধৈর্য, একাগ্রতা সবকিছুর প্রয়োজন হয়। কিন্তু তুমি এই সবকিছুকে এতটা সহজ করে তুলেছিলে। নীরব যোদ্ধা থেকে নেতা হয়ে ওঠার লড়াইটা কঠিন ছিল। সাদা জার্সিতে তোমার লড়াই সত্যি কঠিন ছিল।” শিখর ধাওয়ান বলছেন, “একটা টেস্ট শেষ হল, এবার জীবনের টেস্ট বাকি। ভালো কাটুক অবসর।” বিসিসিআই এবং আইসিসির চেয়ারম্যান জয় শাহর তরফেও রোহিতকে অবসরজীবনের শুভেচ্ছা জানানো হয়েছে।
View this post on Instagram
View this post on Instagram
মহেন্দ্র সিং ধোনির পর ভারতের সফলতম অধিনায়ক রোহিতই। তাঁর অধিনায়কত্বে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। দেশের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলেছে। স্বাভাবিকভাবেই ড্রেসিংরুমে তাঁর প্রভাব বিশাল। সেটাই প্রকাশ্যে আসছে একের পর এক সতীর্থদের বার্তায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.