সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চ যেন চাঁদের হাট। শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকর, কপিলদেব, রজার বিনি-কে নেই। শনিবার বারাণসীর নতুন অত্যাধুনিক স্টেডিয়ামের শিলান্যাস মঞ্চে রীতিমতো তারকার সমাহার ঘটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেখান থেকে উঠে এল বেশ কিছু টুকরো মুহূর্ত।
যেমন মঞ্চে একই সঙ্গে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদির সঙ্গে দেখা গেল শচীন তেণ্ডুলকরকে। আবার সেই মঞ্চেই ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি এবং বিসিসিআই সচিব জয় শাহ। একই সঙ্গে মঞ্চে ছিলেন কংগ্রেস নেতা তথা বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। ওই তারকাদের মঞ্চেই যেমন নাম নেওয়া হল উত্তরপ্রদেশের ছেলে তথা কেকেআরের তারকা রিঙ্কু সিংয়ের। রিঙ্কু এখন এশিয়ান গেমস খেলতে চিনে। তাই সশরীরে উপস্থিত থাকতে না পারলেও যেন অদৃশ্য ভাবেই রইলেন। সেটাও রিঙ্কুর পরিবারের জন্য গর্বের মুহূর্তে।
এসব টুকরো মুহূর্তের মধ্যে সবচেয়ে নজরকাড়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) বিশেষ উপহার তুলে দেওয়া। মোদির হাতে শচীন তিলে দিলেন টিম ইন্ডিয়ার জার্সি। ওই জার্সিতে নামের জায়গায় লেখা ‘NAMO’। এবং জার্সির নম্বর ১। ‘ভারতীয় দলের এক নম্বর’ হিসাবে শচীন কি বাছলেন মোদিকেই? গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়।
উল্লেখ্য, বারাণসীর (Varanasi) অত্যাধুনিক এই স্টেডিয়ামটি তৈরি হবে বেলপাতার আদলে। স্টেডিয়ামে থাকবে কাশী এবং শিবের ছোঁয়া। গ্যালারির আকৃতি হবে শিবের মাথায় থাকা এক ফালি চাঁদের মতো। ভিআইপি গ্যালারি দেখতে হবে ডুগডুগির বা ডমরুর মতো। স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলি হবে ত্রিশূলের আকারের। গ্যালারি তৈরি করা হবে বারাণসীর গঙ্গার ঘাটগুলির আদলে। অর্থাৎ পুরোদস্তুর ধর্ম এবং আধুনিকতার মিশেলে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.