ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। কিন্তু টুর্নামেন্ট চলাকালীনই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন স্কাই। তাঁকে টপকে গেলেন ট্র্যাভিস হেড। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেলেন অজি তারকা। ফলে টি-টোয়েন্টির কোনও ক্ষেত্রেই র্যাঙ্কিংয়ের শীর্ষে কোনও ভারতীয় ক্রিকেটার রইলেন না।
আফগানিস্তান এবং ভারতের কাছে হেরে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) অভিযান শেষ হয়ে গিয়েছে অজিদের। কিন্তু অস্ট্রেলিয়ার বিদায়ের পরদিন প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, ব্যাটারদের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন হেড। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে হারলেও ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অজি ওপেনার। সবমিলিয়ে বিশ্বকাপে তিনি ২৫৫ রান করেছেন, দুটি হাফসেঞ্চুরি-সহ। তার জেরেই ৮৪৪ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন হেড।
তবে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া সূর্যের (Suryakumar Yadav) কাছে সুযোগ রয়েছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আবার ছিনিয়ে নেওয়ার। কারণ এখনও সেমিফাইনাল এবং সেখানে জিতলে ফাইনালে ব্যাট করার সুযোগ পাবেন ভারতের তারকা। ফলে দুই পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলে আবারও এক নম্বর হতে পারবেন সূর্য। এছাড়াও ব্যাটারদের তালিকার প্রথম পাঁচে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট, পাকিস্তানের বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান।
এছাড়াও বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। প্রথম দশে থাকা একমাত্র ভারতীয় বোলার অক্ষর প্যাটেল। তিনি রয়েছেন অষ্টম স্থানে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়ানিন্দু হাসরাঙ্গা। তৃতীয় স্থানে উঠে এসেছেন হার্দিক পাণ্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.