সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির (ICC) এলিট প্যানেলের একমাত্র ভারতীয় আম্পায়ার তিনি। টানা কয়েক বছর ভারতে যে কোনও গুরুত্বপূর্ণ সিরিজে আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই নীতীন মেনন (Nitin Menon) এবার ভারতীয় তারকাদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করে বসলেন। আইসিসির এলিট প্যানেলের ওই আম্পায়ার বলছেন, ভারতে খেলা হল বিরাট-রোহিতদের মতো বড় বড় তারকারা আম্পায়ারদের উপর চাপ সৃষ্টি করেন।
নীতীন মেনন বলছেন, যে কোনও ৫০-৫০ সিদ্ধান্ত নিজেদের পক্ষে টানার জন্য রোহিত শর্মা (Rohit Sharma), কোহলিরা (Virat Kohli) আম্পায়ারদের চাপ দেন। বিশেষ করে ভারতে খেলা হলে এই সমস্যা হয়। আইসিসির এলিট প্যনেলে থাকা ভারতের একমাত্র আম্পায়ার বলছেন,”ভারত দেশের মাটিতে খেলতে নামলে বিরাট হইচই পড়ে যায়। আসলে ভারতীয় দলে প্রচুর তারকা আছেন, যারা সবসময় আম্পায়ারদের চাপে রাখার চেষ্টা করেন। যে কোনও ৫০-৫০ সিদ্ধান্ত নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন।”
যদিও নীতীন মেনন পর মুহূর্তেই দাবি করেছেন, ক্রিকেটাররা যেমনই আচরণ করুন না কেন, আম্পায়ারদের নিজেদের উপর নিয়ন্ত্রণ থাকলে তাঁদের সেসব নিয়ে বিশেষ ভাবতে হয় না। ভারতীয় আম্পায়ার বলছেন, কোনও ম্যাচে নামার আগে আমরা জানি ওই ম্যাচে কে কে খেলতে পারেন, তাঁরা কী রকম আচরণ করতে পারেন। তাঁদের কীভাবে সামলাতে হবে, সেসব নিয়ে প্রস্তুতিও নেওয়া থাকে।
বস্তুত, ক্রিকেট বিশ্বকে এই মুহূর্তে শাসন করছে ভারত। আইসিসি টুর্নামেন্টগুলিতে টিম ইন্ডিয়া ভাল পারফর্ম না করলেও সারাবছর সব ফরম্যাটেই পারফরম্যান্সের নিরিখে একেবারে উপরের সারিতে টিম ইন্ডিয়া (Team India)। আর আর্থিক প্রতিপত্তির দিক থেকেও বিশ্ব ক্রিকেটে ভারত অপ্রতিরোধ্য। যা নিয়ে এমনিতেই ভারতীয় দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করে অন্য দেশগুলি। নীতীন মেননের বয়ানের পর সেই অভিযোগ যে আরও জোরাল হবে, তাতে সংশয় নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.