সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত কি ব্রাজিলের কোচ হতে পারবেন আন্সেলোত্তি? হাজারও জল্পনার মধ্যে শোনা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ তাঁকে ‘সময়মতো’ নাও ছাড়তে পারে। কিন্তু আপাতত যা খবর, তাতে হাসি ফুটতে পারে ব্রাজিল সমর্থকদের মুখে। একই ভাবে হাসি ফুটবে রিয়াল-ভক্তদের মুখেও। কারণ, লিভারপুলের সাইড ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড জানিয়েছেন তিনি ক্লাব ছাড়ছেন। সেক্ষেত্রে তাঁর পরবর্তী গন্তব্য হতে পারে স্পেনের রাজধানী।
আন্সেলোত্তি-রিয়াল নাটক যে কখন কোন দিকে বাঁক নেবে, তার কিছুই বোঝা যাচ্ছিল না। দিনকয়েক আগে শোনা গিয়েছিল, মরশুম শেষ হলেই ইটালীয় কোচকে বিদায় জানাবে লস ব্ল্যাঙ্কোসরা। ফলে ব্রাজিলের কোচ হওয়ার পথে তাঁর আর কোনও বাধা থাকবে না। সেলেকাওরা চাইছে, জুনের মধ্যেই আন্সেলোত্তিকে দায়িত্ব দিতে। কিন্তু মাঝে আচমকা বেঁকে বসে রিয়াল। রিয়ালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে আন্সেলোত্তির। তিনি ব্রাজিলকে মৌখিক আশ্বাস দিয়েছেন জানার পরই, রিয়াল ম্যানেজমেন্ট তাঁর দল ছাড়া নিয়ে বেঁকে বসেছে। রিয়াল চাইছে, চুক্তি ভাঙুন আন্সেলোত্তি। তাহলে ক্ষতিপূরণের টাকা পাবে তারা।
অবশেষে এই নাটক সমাপ্তির দিকে এগোচ্ছে বলেই খবর। রিয়াল ও আন্সেলোত্তি, দু’পক্ষই মৌখিকভাবে চুক্তি ভাঙতে রাজি হয়েছে। সেক্ষেত্রে রবিবার এল ক্লাসিকোর পরই রিয়ালের তরফ থেকে আন্সেলোত্তি বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। ব্রাজিলও সমস্যার সমাধান পাবে। এটা ঠিক যে, আন্সেলোত্তির হাত ধরে একাধিক ট্রফি জিতেছে রিয়াল। তাই কোনও মনোমালিন্য ছাড়াই উভয়পক্ষ ‘গোল্ডেন হ্যান্ডশেক’ করতে পারে। আর এমবাপেদের পরবর্তী কোচ হতে পারেন জাবি আলন্সো।
এদিকে রিয়ালে যখন আন্সেলোত্তি বিদায়ের খবর, তখন লিভারপুল ছাড়ছেন সাইড ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। তাঁর পরবর্তী গন্তব্য যে মাদ্রিদ, তা একপ্রকার নিশ্চিত। জানুয়ারিতেই ট্রেন্টকে চেয়েছিলেন আন্সেলোত্তি। সেটা অবশ্য হয়নি। সোমবারই আবেগঘন একটি ভিডিওয় ট্রেন্ট বলেছেন, “দীর্ঘ ২০ বছর লিভারপুলে কাটানোর পর এবারের মরশুম শেষ হওয়ার পরই ক্লাব ছাড়ছি। এই সিদ্ধান্তের কথা জানাতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না। জীবনের কঠিন সিদ্ধান্ত ছিল। ৬ বছর বয়সে লিভারপুলে এসেছিলাম। ক্লাব এবং সমর্থকদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তা আজীবন মনে থাকবে।” তারপরই অবশ্য লিভারপুল সমর্থকদের তোপের মুখে পড়েছেন ট্রেন্ট। তাঁর জার্সিও পুড়িয়ে দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.