মহামেডান: ১ (সাকা)
সুরুচি: ২ (আবুসুফিয়ান, সঞ্জয় ওঁরাও)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে মহামেডানের দুঃসময় অব্যাহত। সুরুচি সংঘের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও জয় পেল না সাদা-কালো ব্রিগেড। প্রথমে এগিয়ে গেলেও শেষমেশ হার স্বীকার করতে হল গতবারের চ্যাম্পিয়নদের। মহামেডান হারল ২-১ গোলে।
চলতি কলকাতা লিগে ভালো ফর্মে নেই মহামেডান। গত পাঁচ ম্যাচে তাঁদের জয়ের সংখ্যা ছিল মোটে এক। কিন্তু নিজেদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে আটকে দিয়ে লিগের লড়াই জমিয়ে দিয়েছিল সাদা-কালো ব্রিগেড। সেই ম্যাচের পারফরম্যান্স দেখেই হয়তো সমর্থকদের মনে আশা জেগেছিল, শেষ দুটো ম্যাচে ভালো কিছু হতে পারে। কিন্তু সুরুচির বিরুদ্ধে সেই হারের মুখই দেখতে হল।
এদিন বারাকপুরে প্রথমার্ধে শুরুটা ভালোই করেছিল মহামেডান। সাকার গোলে এগিয়েও যায় সাদা-কালো ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে পালটা আক্রমণ শানানো শুরু করে সুরুচি। প্রথমে ৭৪ মিনিটে গোল করে সমতা ফেরান সুরুচির আবুসুফিয়ান সেখ। ৮৫ মিনিটে দ্বিতীয় গোল করে সুরুচিকে এগিয়ে দেন সঞ্জয় ওঁরাও। সেটাই খেলার চূড়ান্ত ফলাফল হয়ে দাঁড়ায়।
হারের ফলে কলকাতা লিগের সুপার সিক্সের পয়েন্ট তালিকায় তলানিতে নেমে এল সাদা-কালো ব্রিগেড। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। সুরুচি সংঘ রয়ে গেল পাঁচ নম্বরে। ১৬ ম্যাচে তাঁদের সংগ্রহ ২৭ পয়েন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.